Logo
×

Follow Us

বাংলাদেশ

ঈদ উপলক্ষে রেমিট্যান্সে রেকর্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:৪০

ঈদ উপলক্ষে রেমিট্যান্সে রেকর্ড

সংবাদের অডিও শুনতে ক্লিক করুন

প্রবাসী আয়ের ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে চলতি মার্চ মাসে। এই মাসের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ডলার। সে হিসাবে প্রতিদিন প্রায় ১০ কোটি ডলারের রেমিট্যান্স এসছে। এর আগে এত রেমিট্যান্সপ্রবাহ আর কোনো মাসে দেখা যায়নি। সে হিসাবে চলতি মাসে প্রবাসী আয়ের নতুন রেকর্ড হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি মার্চের প্রথম ২২ দিনে ২২৫ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার ৪৫০ কোটি টাকার বেশি। আর প্রতিদিন আসছে ১০ কোটি ২৩ লাখ ডলারের (১ হাজার ২৪৭ কোটি টাকা) বেশি। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাসের পুরো সময়ে তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে রেমিট্যান্স; যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ থেকে অর্থ পাচার কমেছে। একই সঙ্গে কমেছে হুন্ডি কারবারির দৌরাত্ম্য। অন্যদিকে খোলাবাজারের মতো ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। তা ছাড়া আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আরো বেশি বেড়েছে রেমিট্যান্স আসার গতি।

চলতি মাসের প্রথম ২২ দিনে সরকারি ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স আসার তালিকায় শীর্ষে আছে জনতা ব্যাংক, এসেছে ১৭ কোটি ৪৬ লাখ ডলার। এছাড়া অগ্রণী, রুপালি ও সোনালী ব্যাংকে এসেছে যথাক্রমে ১৩.২৬ কোটি, ১১.২৮ কোটি ও ১০.৭১ কোটি ডলার। বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকে এসেছে প্রায় ২০ কোটি ডলার।

বেসরকারি ব্যাংকের তালিকায় রেমিট্যান্স আসায় শীর্ষে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটির মাধ্যমে চলতি সময় এসেছে ৪০ কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে আছে ট্রাস্ট ব্যাংক (১৫.৪ কোটি), তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক (১৪.৪০ কোটি) ও চতুর্থ অবস্থানে আছে দি সিটি ব্যাংক ১৪ কোটি ৭৩ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোতে মোট এসেছে প্রায় ২০ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোতে এসেছে মোট ১৭০.৬৩ কোটি ডলার ও বিদেশি ব্যাংকের শাখার মাধ্যমে এসেছে ৪৫.৭ লাখ ডলার। এ সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৭টি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরো জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে মোট রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার। চলতি মাসে ২৪, ২৫ ও ২৭ মার্চ ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। বাকি দিনগুলোতে সরকারি বন্ধ থাকাতে রেমিট্যান্স প্রবাহে এর একটি প্রভাব পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক  

Logo