ভিসার জালিয়াতি নিয়ে সতর্ক বার্তা মার্কিন দূতাবাসের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৬:৫৭

মার্কিন ভিসার জালিয়াতি নিয়ে সতর্ক বার্তা দিয়েছে ঢাকাস্থ দুতাবাস। তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জানিয়েছে, আমেরিকার ভিসা নিয়ে বিভিন্ন ধরনের জালিয়াতি, টেকনোলজির সাহায্য নিয়ে ভুয়া ডকুমেন্ট তৈরি ইত্যাদি খবর দূতাবাসের ভিসা কর্মকর্তাদের জানা আছে।
তারা আরো বলেছে, কোনো জালিয়াতি, মিথ্যা তথ্য বা মিথ্যা ডকুমেন্ট ব্যবহার করে ভিসার আবেদন করলে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে যে কেউ। এমনকি আইনি বা ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে পারে দূতাবাস।
ফলে যারা আমেরিকার ভিসার আবেদন করবেন, তারা সতর্কতার সাথে করবেন। প্রতারক চক্র বা বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
এছাড়া আরেক সতর্ক বার্তায় দূতাবাস জানিয়েছে, কেউ যদি যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। কনস্যুলার অফিসারদের কাছে ভ্রমণকারীর অভিবাসনের পূর্ণ ইতিহাস থাকে এবং আগের যে কোনো ধরনের নিয়ম লঙ্ঘনের তথ্য তারা জানতে পারেন। "ভুলবশত" এমন কিছু করার সুযোগ নেই। ভ্রমণকারীর দায়িত্ব হলো ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা।