রেমিট্যান্স বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন পার্টনারশিপ রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২১:৪১

রেমিট্যান্স প্রবাহ সহজ করতে ব্র্যাক ব্যাংকের প্রচেষ্টাকে প্রশংসা করেছে এ খাতের অংশীজনরা। বিশ্বব্যাপী মানি ট্রান্সফারের সাথে যুক্ত প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের আয়োজনে রেডিসন হোটেলের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন অংশীদার ব্যাংকের প্রতিনিধিরা।
এই আয়োজনে দেশে রেমিট্যান্স প্রবাহকে সহজতর করতে ব্র্যাক ব্যাংকের নিরলস প্রচেষ্টার প্রশংসা করা হয়। ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করতে, ব্যাংকটির কার্যক্রম রেমিট্যান্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংককে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা বাংলাদেশে একটি শক্তিশালী ও টেকসই রেমিট্যান্স ইকোসিস্টেম গঠনে ব্যাংকটির অনন্য ভূমিকার প্রতিফলন।
ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিট্যান্স ও প্রবাসী ব্যাংকিংয়ের প্রধান শাহরিয়ার জামিলের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এই স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে ব্র্যাক ব্যাংক। এটি বিশ্বব্যাপী বসবাসরত বাংলাদেশিদের জন্য নিরাপদ ও কার্যকর রেমিট্যান্স চ্যানেল নিশ্চিত করার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (FRTMD)-এর পরিচালক এবং ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (FEPD)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট।