Logo
×

Follow Us

বাংলাদেশ

১১ মুসলিম দেশে রোববার ঈদ; ১৫টি দেশে সোমবার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:১৬

১১ মুসলিম দেশে রোববার ঈদ; ১৫টি দেশে সোমবার

বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় রমজান মাসের শেষে ঈদুল ফিতর উদযাপন করে। তবে চাঁদ দেখার পার্থক্যের কারণে বিভিন্ন দেশে ঈদের দিন ভিন্ন হয়ে থাকে। ২০২৫ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েতসহ কয়েকটি দেশ রোববার ঈদুল ফিতর উদযাপন করবে। অন্যদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, ইন্দোনেশিয়াসহ আরো কিছু দেশ সোমবার ঈদ উদযাপন করবে।

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ পদ্ধতি

ইসলামিক ক্যালেন্ডার চাঁদের ওপর ভিত্তি করে হওয়ায় প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার মাধ্যমেই রমজানের সমাপ্তি এবং ঈদের তারিখ নির্ধারিত হয়। সৌদি আরবসহ কিছু দেশে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ ঘোষণা করা হয়েছে। তবে ওমান, জর্ডান, সিরিয়া, মিসর, মরক্কো, তিউনিসিয়া ও লিবিয়ায় শনিবার চাঁদ দেখা যায়নি, তাই সোমবার ঈদ উদযাপন করা হবে।

যে ১১টি দেশ রোববার ঈদ উদযাপন করবে

১. সৌদি আরব

২. সংযুক্ত আরব আমিরাত (ইউএই)

৩. কাতার

৪. বাহরাইন

৫. কুয়েত

৬. তুরস্ক

৭. ইয়েমেন

৮. ফিলিস্তিন

৯. সুদান

১০. লেবানন (সুন্নি কর্তৃপক্ষ অনুযায়ী)

১১. ইরাকের কুর্দিস্তান অঞ্চল


যে ১৫টি দেশ সোমবার ঈদ উদযাপন করবে

১. ওমান 

২. মিসর

৩. সিরিয়া

৪. জর্ডান

৫. মরক্কো

৬. ইন্দোনেশিয়া

৭. পাকিস্তান

৮. মালয়েশিয়া

৯. ব্রুনাই

১০. ভারত

১১. বাংলাদেশ

১২. অস্ট্রেলিয়া

১৩. ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ অনুযায়ী)

১৪. তিউনিসিয়া

১৫. লিবিয়া

ঈদুল ফিতর মুসলিমদের জন্য আনন্দের অন্যতম বৃহৎ উৎসব। এদিন ভোরে ঈদের নামাজ আদায় করা হয়, যা মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয়। নামাজের পরপরই পরিবারের সদস্যরা একত্রিত হয়ে বিশেষ খাবার গ্রহণ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি ফিতরা প্রদান করা হয়, যা সমাজের দরিদ্র জনগণের জন্য অর্থ সহায়তা হিসেবে দেয়া হয়।

ইউএই সরকার ঘোষণা করেছে, সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত তিন দিনের ছুটি পাবেন। বুধবার ২ এপ্রিল থেকে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালু হবে।

এছাড়া দুবাই ও শারজাহসহ বিভিন্ন শহরে ঈদের ছুটিতে পাবলিক পার্কিং বিনামূল্যে রাখা হয়েছে। তবে কিছু নির্দিষ্ট স্থানে (যেমন বহুতল পার্কিং) নিয়মিত পার্কিং ফি কার্যকর থাকবে।

রমজানের শেষ ও ঈদের শুরু ইসলামি ক্যালেন্ডারের চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় বিভিন্ন দেশে ঈদের দিন পার্থক্য দেখা যায়। তবে সব মুসলিম দেশেই এটি আনন্দ ও উদযাপনের বিশেষ সময়। পরিবার, বন্ধু-বান্ধব এবং সমাজের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া হয়। 

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo