Logo
×

Follow Us

বাংলাদেশ

বৈশ্বিক পাসপোর্ট সূচক প্রকাশ; বাংলাদেশ কততম?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:৩৩

বৈশ্বিক পাসপোর্ট সূচক প্রকাশ; বাংলাদেশ কততম?

বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮২তম। আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্টে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তালিকায় ১০৯ স্কোর নিয়ে শীর্ষস্থান দখল করেছে আয়ারল্যান্ড। দেশটির পাসপোর্টধারীরা বর্তমানে ১৭৬টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশের সুবিধা পাচ্ছেন।

অন্যদিকে, বাংলাদেশের স্কোর ৩৮। এ স্কোর অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা ৫০টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

বাংলাদেশের আগের অবস্থানে রয়েছে নেপাল, যার স্কোর ৩৯.৫। আর বাংলাদেশের পরেই আছে মিয়ানমার, যার স্কোর ৩৭.৫। দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত রয়েছে ১৪৮তম অবস্থানে, স্কোর ৪৭.৫। পাকিস্তান তালিকার একেবারে নিচের দিকেই অবস্থান করছে ১৯৫তম, স্কোর ৩২।

তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে ৯টিই ইউরোপের। এর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ ও মাল্টার মতো দেশ। ইউরোপের বাইরে সর্বোচ্চ র‌্যাঙ্কধারী দেশ দুটি হলো সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ড, যারা যৌথভাবে দশম স্থানে রয়েছে।

২০২৩ সালের মার্চে নোমাড পাসপোর্ট সূচকে শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাত। এবার তারা ১০৬.৫ স্কোর নিয়ে দশম স্থানে নেমে এসেছে।

তথ্যসূত্র: দৈনিক কালবেলা

Logo