
চলতি বছরের মার্চ মাসে ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। যা এক মাসে আসা রেমিট্যান্সের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে। তার মধ্যে কেবল মার্চের শেষ পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৩৪৫ মিলিয়ন মার্কিন ডলার।
মার্চ মাসের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ২.৯৪ বিলিয়ন মার্কিন ডলার। মার্চে আসা মোট প্রবাসী আয় বিগত বছরের চেয়ে ৬৫% বেশি।
গত বছরের জুলাই থেকে এ বছরের মার্চ মাস, এই আট মাসে প্রবাসী আয় এসেছে ২১.৭৭ বিলিয়ন ডলার। ২০২৪ সালে এই মোট রেমিট্যান্স এসেছিল ১৬.৬৯ বিলিয়ন মার্কিন ডলার।
রেমিট্যান্স আসার ঊর্ধ্বগতির ধারা শুরু হয় গেল বছরের সেপ্টেম্বর থেকে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮০.২৮ শতাংশ বেড়ে ২.৪ বিলিয়ন ডলারে পৌঁছায়।
এই গতি পরবর্তী মাসগুলোতেও অব্যাহত থাকে। অক্টোবরে ২.৩৯ বিলিয়ন ডলার, নভেম্বরে ২.১৯ বিলিয়ন ডলার, ডিসেম্বরে ২.৬৩ বিলিয়ন ডলার, জানুয়ারিতে ২.১৮ বিলিয়ন ডলার ও ফেব্রুয়ারিতে ২.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে।
রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে চাপ কমেছে এবং ব্যাংকগুলোর নিট ওপেন পজিশনে বৈদেশিক মুদ্রা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে।