বিমানের সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের গুজবে বিক্ষোভ বৃটেন প্রবাসীদের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৮:১৪

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে– এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্যে বিক্ষোভ দেখিয়েছেন প্রবাসীরা।
২০১৯ সালের অক্টোবরে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু হয়। একমাত্র বিমানই এই রুটে সরাসরি ফ্লাইট চালায়। আগে সপ্তাহে তিনটি ফ্লাইট যাতায়াত করলেও এখন চলছে দুটি।
যুক্তরাজ্য থেকে বশির আহমদ নামের একজন প্রবাসী বলেন, বুকিং বন্ধের পর সম্প্রতি প্রবাসীদের মধ্যে ফ্লাইট বন্ধের গুঞ্জন ওঠে। এরপর এর বিরুদ্ধে গত ২২ ডিসেম্বর নর্থওয়েস্টের বিক্ষোভ করেন কিছু বাংলাদেশি।
বাংলাদেশ বিমানের গ্রেটার ম্যানচেস্টারের এজেন্ট নূরুল আলী বলেন, “আগামী মধ্য এপ্রিল পর্যন্ত এ রুটের সব টিকেট বিক্রি হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ বিমান ২৭ এপ্রিলের পরের কোনো বুকিং নিচ্ছে না। তাই তারা ধারণা করছেন, এই রুটটি হয়ত আবার বন্ধের পাঁয়তারা চলছে।”
গত ২২ ডিসেম্বরের সমাবেশে ‘ইউকে এনআরবি সোসাইটির’ পরিচালক জুনেদ আহমদ বলেন, “বাংলাদেশ বিমানের এই রুটের ফ্লাইটটি এর আগেও কয়েকবার বন্ধ করার চেষ্টা হয়েছে। এই ফ্লাইটটি বন্ধ হয়ে গেলে এই অঞ্চলের যাত্রীদের সমস্যায় পড়তে হবে।
“বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার, আমরা আশা করব, বিমান নিয়ে ‘কুচক্রী মহলের’ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে প্রবাসীদের কথা চিন্তা করে ম্যানচেষ্টারের ফ্লাইটটি বহাল থাকবে।”
তবে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি দাবি করে বিমান কর্তৃপক্ষ বলছে, কিছু মানুষ ‘অনুমানের ওপর নির্ভর করে’ বিক্ষোভ দেখিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হজের মৌসুমে আমাদের বাড়তি উড়োজাহাজের প্রয়োজন পড়ে৷ কারণ ওই সময় হজ ফ্লাইটের একটা চাপ থাকে। “হজ সামনে রেখে ওই রুটে (সিলেট-ম্যানচেস্টার) ২৭ এপ্রিলের পরে আর কোনো বুকিং নিচ্ছে না বিমান। কিন্তু ওই রুটের ফ্লাইট বন্ধ করে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বা এরকম কোনো ঘোষণা দেয়নি বিমান।”
লোকসানের কারণে ওই রুটে ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে বোসরা ইসলাম বলেন, “ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে অনেক রুটেই বিমান ফ্লাইট চালায়, যেগুলোতে লোকসান হয়। কিন্তু যাত্রীদের কথা বিবেচনায় ফ্লাইট চালু থাকে। যারা বিক্ষোভ করেছেন, তারা অনুমানের উপর নির্ভর করে বিক্ষোভ করেছেন।”
তথ্যসূত্র: বিডিনিউজ২৪