
প্রবাসী বাংলাদেশিদের উন্নত ব্যাংকিং সেবা দিতে ই-কেওয়াইসির মাধ্যমে তাৎক্ষণিক নতুন অ্যাকাউন্ট খোলার সুবিধাসহ তাদের পরিবারের জন্য দুটি বিশেষায়িত ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংকের কোনো শাখায় না গিয়ে প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে ব্র্যাক ব্যাংকের অ্যাডভান্সড ইলেকট্রনিক নো ইওর কাস্টমার (ই-কেওয়াইসি) প্ল্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন বলে সোমবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, এ সহজ প্রক্রিয়ার ফলে প্রবাসীরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আগ্রহী হবেন, যা বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ অনেকাংশে বাড়াবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।
এছাড়া প্রবাসী এবং দেশে তাদের স্বজনের আধুনিক ব্যাংকিং সেবা দিতে ‘প্রবাসী পরিবার' ও ‘তারা’ প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্টস নামে দুটি বিশেষায়িত ব্যাংকিং পণ্য চালু করার তথ্য দিয়েছে ব্যাংকটি।
বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক বলেছে, ক্যাম্পেইন চলাকালে প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্টহোল্ডাররা বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা পাবেন।
এদিকে বাংলাদেশ ব্যাংকের সবশেষ রেমিট্যান্স প্রবাহের তথ্য অনুযায়ী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় শীর্ষস্থানে আছে ব্র্যাক ব্যাংক। এ সময়ে ব্যাংকটিতে এসেছে ১৮.৩৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। সরকারি ও বেসরকারি ব্যাংকের তালিকায় এ ব্যাংকটি আছে তৃতীয় অবস্থানে।