Logo
×

Follow Us

বাংলাদেশ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৬৭ জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:৪১

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৬৭ জন

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় অনিয়মিত অভিবাসী হিসেবে আটকে পড়া আরো ১৬৭ বাংলাদেশি দেশে ফিরেছেন৷ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকায় পৌঁছেছেন তারা৷

লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকার ও লিবিয়ার ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় ১৬৭ জন বাংলাদেশি নাগরিককে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুধবার (৯ এপ্রিল) লিবিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে৷

লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে (ইউজেড ২২২) বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে৷ বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি৷

লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বিষয়টি ইনফো মাইগ্রেন্টসকে নিশ্চিত করেছেন৷

তিনি জানিয়েছেন, দেশে ফেরত পাঠানো বাংলাদেশির মধ্যে ১৫৮ জন বেনগাজীর একটি আটক কেন্দ্রে ছিলেন৷

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বেনগাজীর আটক কেন্দ্র থেকে বাংলাদেশিদের উদ্ধারের পর তাদের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে৷ এরপরই এসব অনিয়মিত বাংলাদেশি অভিবাসীর জন্য ভ্রমণ অনুমতি বা ট্রাভেল পারমিট (আউট পাস) ইস্যু করা হয়৷

স্থানীয় কর্তৃপক্ষের বহির্গমন অনুমতি নিয়েই এসব বাংলাদেশিকে দেশে পাঠানো সম্ভব হয়েছে বলেও জানিয়েছে দূতাবাস৷

জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেসব অভিবাসী ইউরোপে পৌঁছাতে চান, তাদের কাছে উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়া অন্যতম প্রধান ট্রানজিট বা প্রস্থান পয়েন্ট৷ বাংলাদেশিরাসহ সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকরাও ইউরোপ পৌঁছানোর আশায় ভিড় জমান লিবিয়ায়৷

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত এবং হত্যা করা হয়৷ এরপর থেকে লিবিয়ায় সহিংসতা এবং অস্থিতিশীলতা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে৷ সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে দেশটি৷

কিন্তু লিবিয়া এখনো দুই ভাগে বিভক্ত৷ একপক্ষ আছে ত্রিপোলিতে জাতিসংঘ স্বীকৃত সরকার৷ অন্যপক্ষে আছে সামরিক শক্তিধর খলিফা হাফতারের নেতৃত্বাধীন পূর্বাঞ্চলীয় প্রশাসন৷

ত্রিপোলি থেকে বেনগাজীর দূরত্ব সড়ক পথে এক হাজার কিলোমিটারেরও বেশি৷ আর বেনগাজী খলিফা হাফতারের নেতৃত্বাধীন পূর্বাঞ্চলীয় প্রশাসনের অংশ৷

ইনফো মাইগ্রেন্টসকে একটি সূত্র জানিয়েছে, ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপ পৌঁছানোর চেষ্টারত বাংলাদেশিদের বেশির ভাগই বেনগাজী হয়েই লিবিয়া ঢোকেন৷ কারণ, ভিসা ছাড়া কিংবা অনিয়মিতভাবে ত্রিপোলিতে আসা তুলনামূলক কঠিন৷

গত মার্চে তিনটি ফ্লাইটে অন্তত পাঁচশ জন বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে৷ এদের মধ্যে তিউনিসিয়া থেকে পাঠানো হয়েছে ১৭ জনকে৷ 

দেশে ফেরত যাওয়া অনেক বাংলাদেশি ত্রিপোলির তাজুরা আটক কেন্দ্রে বন্দিও ছিলেন৷ সেখান থেকে উদ্ধারের পরই মতামতের ভিত্তিতে তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়৷

২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফেরানো হয়েছে৷ ২০২৩ সালের জুলাই থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে বলেও জানিয়েছে দূতাবাস৷

সূত্র: ইনফো মাইগ্রেন্টস্ বাংলা

Logo