Logo
×

Follow Us

বাংলাদেশ

গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস পেল জনশক্তি রপ্তানির সনদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৩:০৪

গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস পেল জনশক্তি রপ্তানির সনদ

জনশক্তি রপ্তানির সনদ পেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানুয়ারি মাসে লাইসেন্স পাওয়া এই প্রতিষ্ঠানটি চলতি মাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সদস্যপদ পেয়েছে। বায়রার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির রিক্রুটিং লাইসেন্স (আরএল) নম্বর ২৮০৬। 

ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী নজরুল হক গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টরের পদে কর্মরত আছেন। প্রতিষ্ঠানটির ঠিকানা দেওয়া হয়েছে মিরপুর-১-এর চিড়িয়াখানা সড়কের ৫৩/এ বক্সনগরের টেলিকম ভবনে। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেডের আবেদনটি ২০০৯ সালের। বিগত আওয়ামী লীগ সরকার প্রায় ১৭ বছরেও আবেদনটি নিষ্পত্তি করেনি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গত জানুয়ারি মাসে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডকে জনশক্তি রপ্তানির অনুমোদন দিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। গত ফেব্রুয়ারি মাসে তারা প্রয়োজনীয় ফি ও জামানত জমা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আরএল নম্বর পেয়েছে। এর পরই প্রতিষ্ঠানটিকে বায়রার সদস্যপদ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের ৯০ শতাংশ শেয়ার ইউনূস সেন্টারের এবং ১০ শতাংশ শেয়ার গ্রামীণ শিক্ষার। 

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মহাসচিব মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে একটি মাত্র প্রতিষ্ঠানকে বায়রার সদস্যপদ দেওয়া হয়েছে। সেটি হচ্ছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড। আমার জানামতে প্রতিষ্ঠানটির মালিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস প্রবাসী কল্যাণ ও জনশক্তি রপ্তানি মন্ত্রণালয় থেকে লাইসেন্স পাওয়ার পর তারা লাইসেন্সের কপিসহ আমাদের কাছে আবেদন করেছে। আমরা যাচাই-বাছাই করে তাদের সদস্যপদ দিয়েছি। 

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ট্রাস্টের অধীনে গ্রামীণ ইউনিভার্সিটি নামে দেশে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়। 

তথ্যসূত্র: দৈনিক আজকের পত্রিকা

Logo