পুনরায় ‘ইসরায়েল ব্যতীত' শর্ত বাংলাদেশের পাসপোর্টে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:০৩

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত' শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ গত ৭ এপ্রিল তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়৷
প্রসঙ্গত, আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত৷’’ তবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়৷
২০২১ সালের ২২ মে জেরুজালেম পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়, ‘‘ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ৷’’
এরপর ২৩ মে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, ‘‘বিষয়টি শোনার পর আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি৷ ওনার কাছে জেনেছি, ছয় মাস আগে নতুন পাসপোর্ট ইস্যু করার পর ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ একসেপ্ট ইসরায়েল' থেকে ‘একসেপ্ট ইসরায়েল' অংশটি বাদ গেছে৷ এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে৷’’
তিনি বলেছিলেন, ‘‘নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত (except Israel)’ না লেখার অর্থ এই না যে বাংলাদেশ তার অবস্থান পরিবর্তন করেছে৷ বাংলাদেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয় না৷”
তথ্যসূত্র: ডয়েচে ভেলে