Logo
×

Follow Us

বাংলাদেশ

শুভ নববর্ষ

আর যেসব দেশে শুরু হয়েছে নতুন বছর…

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৩:৩৪

আর যেসব দেশে শুরু হয়েছে নতুন বছর…

তপ্ত দিন, রঙিন পোশাক আর মেলা; এই তো দেখা পহেলা বৈশাখ। দিনটি কেবলই বাংলায় নতুন বছরের সূচনা নয়, বরং এটি বাঙালির ঐক‍্য, আশা ও আকাঙ্ক্ষার প্রকাশ। সবার সাথে হাতে হাত মেলানোর দিন। এ বছর উদযাপিত হচ্ছে বাংলা ১৪৩২ সাল।

প্রবাসে থাকা সব বাংলাদেশি নিজেদের মতো করে উদযাপন করছেন পহেলা বৈশাখ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পহেলা বৈশাখের র‍্যালি হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, পার্থ শহরে বাংলাদেশিরা উদযাপন করেছেন বাংলা নতুন বছর। 

বাঙালিদের মতোই দেশের দক্ষিণাঞ্চলের পাহাড়ের মানুষ, চাকমা, মারমা, ত্রিপুরা উদযাপন করছে চৈত্র সংক্রান্তি ও বৈশাবি। এই উৎসবে তারা পানি ছিটানোর খেলা, বিশেষ ধরনের নাচ-গান আর ধর্মীয় আচারের মধ‍্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।

কৃষিভিত্তিক সমাজ যেখানে ধান প্রধান ফসল, সেসব দেশেও বৈশাখের প্রথম দিনেই নতুন বছরের শুরু। 

বৈশাখের এই দিনে মিয়ানমারের মানুষ উদযাপন করেছে থিনজ্ঞান নামে নতুন বছর। আর নেপালের মানুষ উদযাপন করেছে বিক্রম সমবাত। নেপালে শুরু হয়েছে ২০৮২ সাল। দেশটির মানুষ নতুন পোশাক পরে শুভেচ্ছা বিনিময় করে, পূজা অর্চনায় দিনটি উদযাপন করে থাকে। 

লাওস ও থাইল‍্যান্ডের মানুষ নতুন বছর উদযাপন করবে সংক্রান্ত্ নামে। দেশ দুটির মানুষ পানি ছিটিয়ে পুরনো বছরের মলিনতা দূর করে নতুন বছরকে স্বাগত জানায়। ১৪ এপ্রিল থেকে দেশটিতে ২৫৬৮ বৌদ্ধ বর্ষ শুরু হয়েছে। 

শ্রীলঙ্কায় উদযাপিত হচ্ছে আলুত আভুরুডা নামে নতুন বছর। বৈশাখের এই দিনে ২০৭৭ সিংহল সাল শুরু হয়েছে। 

ভারতের তামিলরা উদযাপন করছে নতুন বছর, তাদের এই উৎসবের নাম পুথান্ডু। আজ থেকে শুরু হবে ৫১২৬ তামিল সাল। 

কম্বোডিয়ায় বৈশাখী উৎসবের নাম ‘চুল চানাম থিমে’। দিনটি উদযাপিত হচ্ছে নতুন বছর বৈশাখের প্রথম দিনেই। 

আর ভারতের পাঞ্জাবে যা বাইশাখি, আসামে তাই বিহু, কেরালায় ভীষু। 

এশিয়ার এসব দেশে বছরের প্রথম দিন বৈশাখ উদযাপনে ভিন্নতা থাকলেও নতুন বছরে সবার সূর্য এক।

আর প্রবাসে থাকা অনেক বাঙালি, উৎসবে শামিল হতে না পারলেও সবার কাছে নতুন বছর মানে নতুন প্রাণ, নতুন আশা। যেখানে সবাই এক সুরে বলে। শুভ নববর্ষ।

Logo