মালয়েশিয়ায় চাকরির সুযোগ: এবার সরাসরি সরকারি প্রক্রিয়ায় আবেদন করুন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৩৬

বিদেশে কাজের জন্য মালয়েশিয়া বরাবরই বাংলাদেশের শ্রমবাজারে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। সম্প্রতি মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে সরাসরি সরকারিভাবে। বাংলাদেশ সরকারের একমাত্র অনুমোদিত সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESL)-এর মাধ্যমে এখন মালয়েশিয়ায় নিরাপদ, স্বচ্ছ এবং মধ্যস্বত্বভোগী-বিহীন উপায়ে চাকরির সুযোগ মিলছে।
কীভাবে আবেদন করবেন?
সরকারিভাবে মালয়েশিয়ায় চাকরি পেতে আগ্রহীদের প্রথমেই BOESL-এর ওয়েবসাইট (www.boesl.gov.bd ) এ গিয়ে অনলাইন নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদসহ প্রয়োজনীয় তথ্য জমা দিতে হয়।
এরপর নির্দিষ্ট সময়ে BOESL ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হয়। নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার, মেডিকেল টেস্ট ও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর প্রক্রিয়া সম্পন্ন হয়।
কী ধরনের চাকরি পাওয়া যায়?
BOESL-এর মাধ্যমে মালয়েশিয়ায় সাধারণত নিচের সেক্টরগুলোতে নিয়োগ দেওয়া হয়ে থাকে:
কারখানা ও উৎপাদন: মেশিন অপারেটর, প্যাকেজিং ওয়ার্কার, প্রোডাকশন হেলপার
পরিষেবা খাত: পরিচ্ছন্নতাকর্মী, হাউজকিপার, রেস্টুরেন্ট সহকারী।
পাম অয়েল/কৃষি খাত: ফার্ম ওয়ার্কার, প্লান্টেশন লেবার।
নির্মাণ খাত: কন্সট্রাকশন লেবার, রড-মিস্ত্রি, সহকারী কর্মী।
বেতন ও সুযোগ-সুবিধা
BOESL সূত্রে জানা যায়, মালয়েশিয়ায় পাঠানো কর্মীদের মাসিক বেতন ১২০০ থেকে ২০০০ রিংগিত পর্যন্ত হয়ে থাকে। এর পাশাপাশি থাকে ওভারটাইমের সুযোগ, ফ্রি আবাসন, চিকিৎসা ও বিমা সুবিধা এবং খাবার বা খাদ্য ভাতা। সব নিয়োগই সাধারণত ২-৩ বছরের চুক্তিভিত্তিক হয়।
দালালমুক্ত নিরাপদ অভিবাসন
BOESL-এর এক কর্মকর্তা বলেন, “এই প্রক্রিয়ায় কোনো দালালের প্রয়োজন নেই। প্রার্থী চাইলে সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের নিয়ম, এমনকি নির্বাচিত প্রার্থীদের তালিকা পর্যন্ত সব কিছু ওয়েবসাইটে প্রকাশ করা হয়।”
তিনি আরো বলেন, “যে কোনো টাকা-পয়সা দাবি করলে বা কেউ প্রতারণা করলে সঙ্গে সঙ্গে অভিযোগ করার অনুরোধ জানাই। আমরা চাই সবাই যেন নিরাপদ ও স্বচ্ছ উপায়ে বিদেশে যেতে পারে।”
কোথায় যোগাযোগ করবেন?
BOESL প্রধান কার্যালয়:
প্রবাসী কল্যাণ ভবন (৭ম তলা),
৭১-৭২ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০
হটলাইন: ০২-২২২২২৩৮৭১
ওয়েব: www.boesl.gov.bd
সরকারি চ্যানেলের মাধ্যমে মালয়েশিয়ায় চাকরি এখন আগের চেয়ে অনেক সহজ, স্বচ্ছ এবং দালালমুক্ত। তরুণ প্রজন্মকে এই সুযোগ কাজে লাগিয়ে বৈধ উপায়ে কর্মজীবন গড়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।
এমসি ডেস্ক রিপোর্ট