বাংলাদেশ-সৌদি আরব ব্যবসা-বাণিজ্য বাড়ানোর উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ বৃদ্ধির জন্য বৈঠক হয়েছে। কনস্যুলেটের উদ্যোগের অংশ হিসাবে গত রবিবার সকালে কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির আল বাহা চেম্বার আব কমার্সের সঙ্গে চেম্বার ভবনে এ বৈঠক হয়।
বাংলাদেশের
পক্ষে কনস্যুলেটের মিনিস্টার (শ্রম কল্যাণ), কাউন্সেলর (বাণিজ্য) এবং কার্যালয় প্রধান
যোগ দেন। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের খাত ভিত্তিক সম্ভাবনা ও সম্প্রসারণ এবং
দুই দেশের চেম্বার অব কমার্সসমূহের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা
হয়।
গত
১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সন্ধ্যায় উপস্থিত স্থানীয় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দের
সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আলোচনাকালে
সৌদি আরবে ব্যবসা করার পরিবেশ, সম্ভাবনা ও স্থানীয় উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়া এবং প্রতিবন্ধকতাসমূহ
দূরীকরণের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স
পাঠানো ও ব্যবসা সংক্রান্ত স্থানীয় আইন কানুনসমূহ গুরুত্বের সাথে মেনে চলার জন্য পরামর্শ
দেওয়া হয়।
১৭
ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আল বাহা অঞ্চলের গভর্নর প্রিন্স হুসাম বিন সৌদ আল সৌদের সঙ্গে
সৌজন্য সাক্ষাৎকালে কনসাল জেনারেল অন্যান্য বিষয়ের সাথে বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ
ও দুই দেশের বাণিজ্য বৃদ্ধির বিষয়ে অনুরোধ করেন।
তথ্যসূত্র:
দেশ রূপান্তর – ১৯.০২.২০২৫