
সৌদি আরবের রিয়েল এস্টেট খাত দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP) বৃদ্ধিতে সরাসরি অবদান রাখছে বলে জানিয়েছেন অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী ফয়সাল আল-ইব্রাহিম। আল-আরাবিয়া বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, সৌদি সরকার বেসরকারি খাতের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করেছে, যা রিয়েল এস্টেট উন্নয়নে গুণগত বিনিয়োগকে উৎসাহিত করছে।
সম্প্রতি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদে জমির মূল্য এবং ভাড়া নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে-
- জমি লেনদেন ও উন্নয়নের বিধিনিষেধ তুলে নেওয়া।
- আবাসন সুবিধা বৃদ্ধি করা।
- বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা।
এই উদ্যোগগুলো রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি এবং আর্থিক ও উন্নয়নবিষয়ক পরিষদের গবেষণার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে।
মন্ত্রী আল-ইব্রাহিম বলেন, খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে বেসরকারি খাতকে সহায়তা করা, বাজারের প্রতিযোগিতা বৃদ্ধি করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। নতুন নীতিমালা এবং আইনগুলো সময়মতো ঘোষণা করা হবে এবং তাদের কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে।
রিয়েল এস্টেট পরিষেবা সংস্থা JLL-এর মার্চ মাসের শেষের দিকে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে-
- সৌদি আরবের অ-তেল খাত ২০২৫ সালে ৫.৮% বৃদ্ধি পাবে, যা ২০২৪ সালে ছিল ৪.৫%।
- ২০২৪ সালে নির্মাণ খাতের প্রকল্প বরাদ্দের পরিমাণ ছিল ২৯.৫ বিলিয়ন ডলার।
- ২০২৯ সালের মধ্যে সৌদি আরবের রিয়েল এস্টেট বাজার ১০১.৬২ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা ২০২৪ থেকে বার্ষিক ৮% হারে বৃদ্ধি পাবে।
JLL-এর সৌদি প্রধান সাউদ আল-সুলাইমানি বলেন, ভিশন ২০৩০ কৌশলগত বৈচিত্র্য আনতে সহায়তা করছে, যা দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করছে। রিয়াদ ও জেদ্দার মতো বড় শহরগুলোতে পর্যটন এবং অবকাঠামো উন্নয়নের কারণে বিনিয়োগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
সৌদি সরকার রিয়েল এস্টেট বাজারকে আরো উন্নত করতে কাজ চালিয়ে যাচ্ছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: আরব নিউজ