Logo
×

Follow Us

শিক্ষা

কেমব্রিজে স্কলারশীপ; মিলবে ৩৩ লাখ টাকা ও বিমানের টিকেট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০৮

কেমব্রিজে স্কলারশীপ; মিলবে ৩৩ লাখ টাকা ও বিমানের টিকেট

বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি, এমএসসি বা এমএলিট বা এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে। কোনো কোর্সে আবেদন ৩ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। আবার কোনো কোর্সের আবেদনের শেষ সময় ৭ জানুয়ারি ২০২৫।


বৃত্তির আওতায় পড়ালেখার সম্পূর্ণ খরচ ও অতিরিক্ত ভাতাবাবদ ৩৩ লাখ টাকার মতো প্রদান করা হবে। এর পাশাপাশি আরো যা প্রদান করা হবে তা হলো বিমানের টিকেট খরচ, ভিসা ও স্বাস্থ্য পরীক্ষার খরচ, বিভিন্ন কনফারেন্স ও কোর্সে যোগ দিলে অতিরিক্ত ভাতা, পারিবারিক ভাতা, পিএইচডির ফিল্ড খরচ,মাতৃত্ব বা পিতৃত্ব ভাতা ইত্যাদি। 


আবেদনকারীকে যোগ্য ও মেধাবী হতে হবে। নিজ একাডেমিক বিষয়ে ভালো ফলাফল থাকতে হবে।


তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো - ০৭.০৯.২০২৪ 

Logo