স্টেপ বাই স্টেপ জেনে নিন, স্টুডেন্ট ভিসা পাবার প্রস্তুতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:১০

উচ্চশিক্ষায় ভিসা প্রাপ্তির জন্য একটা দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়।
উচ্চতর শিক্ষা, উন্নত জীবনযাত্রার জন্য শিক্ষার্থীরা সবসময়ই বিদেশ যেতে চায়। কিন্তু চাইলেই তো আর সাথে সাথে মেলেনা ভিসা। উচ্চশিক্ষায় ভিসা প্রাপ্তির জন্য একটা দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। এবার থাকছে স্টুডেন্ট ভিসা পাবার ধাপগুলো সম্পর্কের ধারণা।
প্রথম স্টেপ:
প্রথমেই এই সিদ্ধান্ত নিতে হবে যে, আপনি বিদেশ যেতে চান। যত দ্রুত এই সিদ্ধান্ত নিতে পারবেন, তত দ্রুতই আপনি এ সংক্রান্ত কাজ শুরু করে দিতে পারবেন। তাই সিদ্ধান্ত নিন এবং ঝাঁপিয়ে পড়ুন।
দ্বিতীয় স্টেপ:
সিদ্ধান্ত নিয়ে ফেলে এবার আপনার কাজ – কোন বিষয়ে আপনি উচ্চ শিক্ষা নিতে পারবেন। এজন্য প্রয়োজন হবে আপনার পূর্ববর্তী একাডেমিক বিষয়।
তৃতীয় স্টেপ:
বিষয় নির্বাচন হয়ে গেলে এবার দেশ নির্বাচন করুন। যাচাই করুন, আপনি যে দেশে পড়তে যেতে চান সেখানকার প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছে কি না। এ ক্ষেত্রে আর্থিক প্রমাণপত্র, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একটি গ্রহণযোগ্যতার চিঠি, স্বাস্থ্য বীমা এবং অন্যান্য শর্তাবলী প্রয়োজন হতে পারে।
চতুর্থ স্টেপ:
এরপর আপনার লাগবে সহযোগিতা বা পরামর্শ। এ কাজে আপনাকে সাহায্য করবে আপনার কোন বন্ধু বা আত্নীয় বা পরিচিত অথবা কোন প্রতিষ্ঠান যারা মূলত শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় অভিজ্ঞ। এমন ব্যাক্তি বা প্রতিষ্ঠান সতর্কতার সাথে নির্বাচন করুন। সঠিক ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা আপনার কাজকে সহজ করে দেবে।
পঞ্চম স্টেপ:
এ পর্যায়ের আপনার জানতে হবে খরচ সম্পর্কের ধারণা। কতদিনের কোর্সে আপনি যাচ্ছেন, সর্বমোট কত টাকা টিউশন ফি লাগবে, থাকা-খাওয়া মিলে কত টাকা লাগবে – সে হিসাবটাও করে ফেলুন।
ষষ্ঠ স্টেপ:
তারপর সে অনুযায়ি ফান্ডের ব্যবস্থা করুন। মনে রাখবেন – আর্থিক ডকুমেন্ট সঠিক, স্বচ্ছ ও যাচাইযোগ্য হওয়ার পর আবেদন করুন।কি উদ্দেশ্যে আপনি যাবেন – সে সম্পর্কের পরিষ্কার ধারণা আবেদনের সময় সুষ্পষ্ট করে উল্লেখ করুন।
সপ্তম স্টেপ:
স্টেটমেন্ট অব পারপাস লেখার সময় আপনি কেন সেই নির্দিষ্ট দেশে অধ্যয়ন করতে চান তা ব্যাখ্যা করুন। কোর্সটি কীভাবে আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং কীভাবে পড়ালেখার পর সেই ডিগ্রি ব্যবহার করতে চান তা লিখুন। একটি সুলিখিত বিবৃতি আপনার আবেদনের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারে। এ বিষয়ে প্রয়োজনে নির্বাচিত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা নিন।
অস্টম স্টেপ:
প্রয়োজনীয় সব ডকুমেন্ট গুছিয়ে একসাথে রাখুন। পাসপোর্টের কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ইংরেজি ভাষার পরীক্ষার স্কোর, আর্থিক বিবৃতি এবং অন্যান্য নথি কী কী লাগবে তালিকা করুন আগে। পরিপাটি নথিপত্র আপনার অধ্যবসায়, আগ্রহ তুলে ধরবে।
নবম স্টেপ:
ভিসা ইন্টারভিউতে একটা বিষয় কমনলি জানতে চাওয়া হয় যে – শিক্ষাগ্রহন শেষে আপনি দেশে ফিরবেন কিনা। এ বিষয়ে আপনাকে আত্মবিশ্বাসের সাথে তাদের কনভিন্স করতে হবে যে আপনি ফিরবেন।এ সময় আপনাকে সৎ ও আত্মবিশ্বাসী থাকতে হবে।
তথ্যসূত্র: দি ডেইলি স্টার