Logo
×

Follow Us

শিক্ষা

স্টুডেন্ট ভিসায় বিদেশ যেতে সরকারের যত নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:২২

স্টুডেন্ট ভিসায় বিদেশ যেতে সরকারের যত নির্দেশনা

অনলাইন আবেদন পূরণ করতে দয়া করে ম্যাক পিসি ব্যবহার করবেন না।

সরকারি নিয়ম অনুযায়ি একজন ব্যক্তি যিনি নিয়মিত শিক্ষার্থী হিসাবে বাংলাদেশের কোন সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি /গবেষক, তিনিই শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করার যোগ্য। শিক্ষার্থী ভিসায় বিদেশ যেতে দুই ধরণের আবেদন থাকে- একটি অনলাইন আবেদন, আরেকটি ম্যানুয়েল আবেদন। দুই ধরণের আবেদনের ক্ষেত্রেই নিচের ডকুমেন্টগুলো প্রয়োজন:

১. অনলাইনে ভিসা আবেদন ফরমে যথাযথভাবে পূরণ করে স্বাক্ষরিত মুদ্রিত অনুলিপি বা (ম্যানুয়ালি) ভিসা আবেদনপত্র।

২. আবেদনপত্রে স্বাক্ষর চিহ্নিত জাগায় আবেদনকারীর স্বাক্ষর।

৩. ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি- সাদা ব্যাকগ্রাউন্ড।

৪. মূল পাসপোর্ট (ন্যূনতম দুটি ফাঁকা পৃষ্ঠা সহ কমপক্ষে ছয় মাসের মেয়াদ আছে) ছবির পৃষ্ঠার ফটোকপি সহ।

৫. সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/ কলেজ/ স্কুল (বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান) থেকে আমন্ত্রণ/ অফার লেটার।

৬. বাংলাদেশের বিশ্ববিদ্যালয়/ কলেজ/ স্কুল থেকে ঘোষণা/ সুপারিশ পত্র

৭. ব্যাংক গ্যারান্টি কাগজপত্র।

৮. আবেদনকারীকে ব্যক্তিগতভাবে আবেদন জমা দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ভিসা ফি দিতে হবে (ভিসা ফির তালিকা)।

শিক্ষার্থী ভিসার মেয়াদ :

শিক্ষার্থী ভিসা সাধারানত একাধিক এন্ট্রি সুবিধা সহ সর্বাধিক এক (০১) বছরের জন্য ইস্যু করা হয়। বাংলাদেশের অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর (DIP) থেকে কোর্সের মেয়াদ পর্যন্ত এক্সটেনসন করে নিতে হবে। মনে রাখবেন ভিসার বৈধতা ইস্যু হওয়ার তারিখ থেকে শুরু হয়, আবেদন ফর্মে ভ্রমণের তারিখ থেকে নয়।

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি :

ভিসা ইস্যু হওয়ার পর আপনার পাসপোর্টের একটি সম্পূর্ণ পৃষ্ঠায় ভিসা স্টিকারের একটি মুদ্রিত অনুলিপি সংযুক্ত করা হবে। বানান ভুল বা অসংগতি ইত্যাদি বিস্তারিতভাবে পরীক্ষা করা আপনার দায়ীত্ব।

অনলাইন আবেদন পূরণ করতে দয়া করে ম্যাক পিসি ব্যবহার করবেন না।


তথ্যসূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়

Logo