ইন্দোনেশিয়ার শরিয়া ক্লাউন: শিশুদের ইসলামী মূল্যবোধের শিক্ষা দেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১৭:১০

রঙিন পোশাক, লাল নাক এবং মাথায় পাগড়ি পরে ইয়াহিয়া হেন্দ্রাওয়ান ইন্দোনেশিয়ার বিভিন্ন স্কুলে ক্লাউনের চরিত্রে অভিনয় করেন। সেখানে তিনি শিশু ও কিশোরদের ইসলামী মূল্যবোধ শেখান।
তিনি প্রথমে খণ্ডকালীন পেশা হিসেবে জন্মদিনের অনুষ্ঠানে পারফর্ম করতেন। তবে ২০১০ সালে তার ধর্মীয় শিক্ষক তাকে একুশ শতকের আবু নুয়াস হওয়ার পরামর্শ দেন। আবু নুয়াস ছিলেন এক কিংবদন্তি আরবি কবি, যিনি বুদ্ধিমত্তা, রসবোধ ও চাতুর্যের জন্য বিখ্যাত ছিলেন। শিক্ষকের পরামর্শে হেন্দ্রাওয়ান ধর্মীয় শিক্ষা আরো প্রাণবন্ত ও আনন্দদায়ক করার লক্ষ্য নিয়ে পথচলা শুরু করেন।
এখন তিনি 'ইয়াহিয়া বাদুত' বা 'ইয়াহিয়া ভাঁড়' নামে পরিচিত। কিছু সহকর্মী ভাঁড়কে সঙ্গে নিয়ে তিনি 'শরিয়া ক্লাউন ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন, যা ধর্মীয় শিক্ষার সঙ্গে বিনোদনকে একীভূত করার একটি স্থানীয় উদ্যোগ।
হেন্দ্রাওয়ান প্রতি সপ্তাহের কর্মদিবসে বিকেলে নিজের বাড়ির পাঠাগারে পড়ান এবং মাঝে মাঝে সহকর্মী ভাঁড়দের নিয়ে স্কুল ও এতিমখানায় যান। সাধারণত তিনি একটি আনন্দপূর্ণ গান দিয়ে ক্লাস শুরু করেন এবং শিশুদের হাসতে উৎসাহিত করেন। অন্য ভাঁড়েরা কখনো কখনো জাদু দেখিয়ে পাঠ শুরু করেন।
হেন্দ্রাওয়ান বলেন, 'হাদিস অনুসারে মুচকি হাসি দেওয়া দানস্বরূপ। তাই আমাদের উচিত হাসি ও অভিবাদনকে প্রাধান্য দেওয়া। বন্ধুদের সঙ্গে দেখা হলে করমর্দন করা, হাসিমুখে কথা বলা... তুমি ভালো, আমি ভালো—আলহামদুলিল্লাহ।'
তিনি জানান, মজার ছলে ও আনন্দময় পরিবেশের মাধ্যমে শিশুরা দ্রুত শিষ্টাচার, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ শিখতে পারে।
তথ্যসূত্র: দি বিজনেস স্ট্যান্ডার্ড