
অভিবাসীদের কর্মসংস্থানে ইউরোপের সবচেয়ে ভালো দেশ স্পেন৷
উন্নত জীবন ও কাঙ্খিত কাজের আশায় হাজার হাজার মানুষ ঢুকছে ইউরোপে প্রতিবছর। কিন্তু প্রত্যাশিত কাজের সুযোগ পাওয়া যাচ্ছে কই? এক সমীক্ষায় উঠে এসেছে, অভিবাসীদের কর্মসংস্থানে ইউরোপের সবচেয়ে ভালো দেশ স্পেন৷ স্প্যানিশ ন্যাশনাল ব্যাংকের ওই সমীক্ষায় বলা হয়েছে, স্পেনের অভিবাসীদের মধ্যে ৮০ শতাংশ কোনো না কোনো চাকরি করছেন৷ এই সংখ্যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ৷ নিয়মিত অভিবাসীদের জন্য এই হার অবশ্য ৭৮ শতাংশ৷ ন্যাশনাল ব্যাংকের প্রতিবেদন অনুসারে, অভিবাসীদের কাজ পাওয়ার হার জার্মানিতে ৭৩ শতাংশ, ইটালিতে ৭১ শতাংশ এবং ফ্রান্সে ৭০ শতাংশ৷
স্পেন ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের প্রধান দেশগুলোর মধ্যে একটি৷ প্রতি বছর দক্ষিণ অ্যামেরিকা, সাব-সাহারা আফ্রিকা এবং মাগরেব অঞ্চলের দেশ মরক্কোও ও আলজেরিয়া থেকে অসংখ্য মানুষ স্পেনে আসেন৷
হোটেল-রেস্তোরাঁ, বাণিজ্য এবং নির্মাণ খাতে বিদেশি শ্রমিকদের সবচেয়ে বেশি সংখায় নিয়োগ করা হয়। এছাড়া বিভিন্ন আধা দক্ষ ও স্বল্প-দক্ষ সেক্টর ও কম বেতনের বিভিন্ন চাকরিতেও ব্যাপক হারে অভিবাসীরা চাকরি করেন। বিশেষ করে কল সেন্টারগুলোর বেশিরভাগই বিদেশি কর্মীদের উপর নির্ভর করে৷
সাম্প্রতিক বছরগুলোতে, স্পেন তার ভূখণ্ডে আসা অভিবাসীদের জন্য শ্রম বাজারে প্রবেশের সুবিধার্থে বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে৷ ২০২২ সালের সেপ্টেম্বরে সরকার হাজার হাজার অভিবাসীকে দেশটির চাকরির বাজারে প্রবেশের অনুমতি দিয়ে একটি বিল পাস করেছিল৷ ২০২১ সালের অক্টোবরে অপ্রাপ্তবয়স্ক এবং অল্পবয়স্ক বিদেশিদের রেসিডেন্স পারমিটের অনুমতি পাওয়া সহজ করার লক্ষ্যে আরেকটি আইনি সংস্কার আনা হয়েছিল৷ এছাড়া রেসিডেন্স পারমিট নবায়ন সহজতর করা হয়েছে৷
তথ্যসূত্র: ইনফো মাইগ্র্যান্টস