লন্ডনের ফ্ল্যাটের উৎস সম্পর্কে জানতেন না টিউলিপ: স্বাধীন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩২

লন্ডনের যে ফ্ল্যাটে টিউলিপ সিদ্দিক এক সময় বাস করতেন সেটির উৎস সম্পর্কে তিনি জানতেন না। টিউলিপকে নিয়ে তদন্তের বিষয়ে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লর ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে যে চিঠি লিখেছেন তাতে বিষয়টি উল্লেখ করেছেন।
সম্প্রতি যুক্তরাজ্যের কয়েকটি গণমাধ্যমের
খবরে বলা হয়, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী
টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন শেখ
হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকা এক ব্যবসায়ী।
লরি ম্যাগনাস প্রধানমন্ত্রী স্টারমারকে
লিখেছেন, তৎকালীন উপহার সম্পর্কিত একটি ভূমি রেজিস্ট্রি হস্তান্তর ফর্মে স্বাক্ষর করা
সত্ত্বেও টিউলিপ সিদ্দিক কিংস ক্রসে তাঁর ফ্ল্যাটের মালিকানার উৎস সম্পর্কে জানতেন না। তিনি আরও লিখেছেন, সাবেক অর্থমন্ত্রী এই ধারণা পোষণ করেছিলেন যে, তাঁর বাবা-মা
পূর্ববর্তী মালিকের কাছ থেকে ফ্ল্যাটটি কিনে তাঁকে দিয়েছিলেন।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ২০১৩ সালে
রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করার অভিযোগ রয়েছে। ২০১৩ সালে মস্কো সফরের
প্রসঙ্গে ম্যাগনাস বলেন, যে ছবিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপের
খালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর ছবি রয়েছে তাতে এমপি স্পষ্ট যে,
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে কোনও আন্তঃসরকারি আলোচনায় বা কোনও ধরনের সরকারি ভূমিকায়
তাঁর কোনও সম্পৃক্ততা ছিল না।’ তিনি এটাকে ‘ফেস ভ্যালু’ হিসেবে গ্রহণ
করেছেন।
তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো -১৫.০১.২০২৫