সুইডেনে ২০২৪ সালে আশ্রয় আবেদন মঞ্জুরের সংখ্যা ৪০ বছরে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩১

২০২৪ সালে সুইডেনে শরণার্থী মর্যাদা প্রাপ্ত
অভিবাসীদের সংখ্যা ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দেশটির সরকার এ তথ্য
জানিয়েছে।
ইউরোপে ২০১৫ সালের অভিবাসন সংকটের সময়
সুইডেন আশ্রয়প্রার্থীদের বিশাল সংখ্যাকে জায়গা দিয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে
দেশটির বাম এবং ডানপন্থি সরকারগুলো আশ্রয় সংক্রান্ত নিয়ম কঠোর করেছে।
সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের
নেতৃত্বাধীন মধ্য-ডান সরকার ২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকে আশ্রয় আইন কঠোর করেছে।
অভিবাসন বিরোধী অতি-ডান সুইডিশ ডেমোক্র্যাট দলের চাপে সরকার এসব আইন করছে বলে অভিযোগ
অধিকার সংগঠনগুলোর।
দেশটির অভিবাসন মন্ত্রী জোহান ফোরসেল সুইডিশ
মাইগ্রেশন এজেন্সির নতুন পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, গত বছর স্ক্যান্ডিনেভিয়ান
দেশটিতে মোট ৬,২৫০ জনকে শরণার্থ মর্যাদা দেওয়া হয়েছে।
এই পরিসংখ্যানে ইউক্রেনীয়দের অন্তর্ভুক্ত
করা হয়নি। কারণ তাদের বিশেষ কাঠামোর আওতায় ইউরোপীয় ইউনিয়ন জুড়ে অস্থায়ী সুরক্ষা
দেওয়া হয়েছে।
২০২৪ সালে সুইডেনে আশ্রয় আবেদনকারীর সংখ্যা
ছিল নয় হাজার ৬৪৫ জন। যা ১৯৯৬ সালের পর সর্বনিম্ন সংখ্যা এবং ২০২২ সালের তুলনায় ৪২
শতাংশ কম।
২০১৫ সালে শরণার্থী সংকটের সময় সুইডেনে
প্রায় এক লাখ ৬৩ হাজার আশ্রয়প্রার্থী নিবন্ধিত হয়েছিল। যা ইইউতে মাথাপিছু সর্বোচ্চ
সংখ্যা।
ফরসেল সাংবাদিকদের বলেন, "সুইডেনে
আশ্রয়প্রার্থীদের সংখ্যা ঐতিহাসিকভাবে কম হওয়ায় আশ্রয়প্রাপ্তদের সংখ্যাও কম।”
তিনি যোগ করেন, “বর্তমানে সুইডেনে
আশ্রয়ের জন্য আবেদনকারী চারজনের মধ্যে তিনজনের রেসিডেন্স পারমিট পাওয়ার যোগ্য নন বলে
মনে করা হয়। তাই তারা শরণার্থী নয় এবং তাদেরকে অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে।”
মন্ত্রী উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন,
নরওয়ে এবং সুইজারল্যান্ডে আশ্রয়প্রার্থীর সংখ্যা গত বছর দশ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল।
যা ২০১৪-২০১৫ সালের অভিবাসী সংকটের সময়ের কাছাকাছি পৌঁছেছিল। যদিও সুইডেনে আশ্রয় আবেদনের
সংখ্যার হ্রাস পেয়েছে।
সুইডেনকে একসময় যুদ্ধ এবং নিপীড়নের শিকার
মানুষের আশ্রয়স্থল হিসেবে দেখা হতো। কিন্তু বছরের পর বছর ধরে এটি নতুন আগতদের অনেককে
সমাজে ইন্টিগ্রেশন করতে লড়াই করে আসছে।
নর্ডিক দেশটি অভিবাসন কমাতে সম্প্রতি বেশ
কিছু পদক্ষেপ নিয়েছে। দেশটির সরকার অভিবাসীদের দেশ ত্যাগের জন্য ৩০ হাজার ইউরো দেওয়ার
পরিকল্পনাও ঘোষণা করেছে।
মাদক সেবনকারী, অপরাধী চক্রের সাথে যুক্ত
অথবা সুইডিশ মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ অভিবাসীদের বহিষ্কার করা সহজ করতে চায় বর্তমান
সরকার।
তথ্যসূত্র: ইনফো মাইগ্র্যান্টস – ১৩.০১.২০২৫