Logo
×

Follow Us

ইউরোপ

অভিবাসীদের প্রতি মানবিক হতে পর্তুগালে সমাবেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:০২

অভিবাসীদের প্রতি মানবিক হতে পর্তুগালে সমাবেশ

পর্তুগালের গত ১৯ ডিসেম্বর বাংলাদেশি অধ্যুষিত রাস্তা দুয়া দো বেনফরমোজোতে পুলিশি অভিযানে অভিবাসীদের মানবিক মর্যাদা ক্ষুন্ন হওয়ায় প্রতিবাদ র‍্যালি করে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা।

১১ জানুয়ারি বিকেলে দেশটির রাজধানী লিসবনে হাজার হাজার পর্তুগিজ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ প্রতিবাদ র‍্যালির আয়োজন করা হয়। স্থানীয় আলামেদা পার্ক থেকে র‍্যালি শুরু হয়।

এ সময় বৈষম্য এবং বর্ণবাদের স্থান নেই পর্তুগালে, সবার অধিকার সমানসহ নানা স্লোগান দিতে থাকে র‍্যালিতে অংশগ্রহণকারীরা। এ প্রতিবাদের মাধ্যমে অভিবাসীদের প্রতি মানবতার সহমর্মিতা স্বরূপ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পর্তুগিজ নাগরিকরা।

প্রতিবাদ র‍্যালির আয়োজক কমিটির পক্ষ থেকে আনাবেলা রদ্রিগেজ জানান, ঐতিহাসিকভাবে পর্তুগালে বর্ণবাদের ঠাঁই নেই। ১৯৭৪ সালের স্বৈরশাসকের পতনের মাধ্যমে ফ্যাসিজমের পথ বন্ধ হয়ে গেছে। যারা পর্তুগালে রয়েছে সবারই মানবিক মর্যাদা রয়েছে। তাই মানবিক মর্যাদা রক্ষায়  এ আয়োজন।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট ১২.০১.২০২৫ 

Logo