
সুইডেন অভিবাসীরা নিজ দেশে ফেরত যেতে চাইলে তাকে ৩৪ হাজার ডলার পর্যন্ত দেবে দেশটির সরকার
নিজ দেশের নাগরিকদের সুযোগ সুবিধা বাড়ানো, কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে অভিবাসিদের সংখ্যা কমানোর ওপর জোর দিচ্ছে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র। এ জন্য গাঁটের অর্থ খরচ করতেও রাজি দেশগুলোর সরকার। আর এই তালিকায় সবচেয়ে ওপরে সুইডেন। স্বেচ্ছায় সুইডেন অভিবাসীরা নিজ দেশে ফেরত যেতে চাইলে তাকে ৩৪ হাজার ডলার পর্যন্ত দেবে দেশটির সরকার। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর দেশটির ডানপন্থি সরকার এমন ঘোষণা দিয়েছে।
২০২৬ সাল থেকে যেসব অভিবাসী স্বেচ্ছায় তার নিজ দেশে ফেরত যেতে চাইবেন তাদের সাড়ে তিন লাখ সুইডিশ ক্রোনার বা প্রায় ৩৪ হাজার ডলার সমপরিমাণ অর্থ দেবে সুইডেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকা। বর্তমানে স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচির আওতায় নিজ দেশে ফেরত গেলে প্রাপ্তবয়স্কদের ১০ হাজার ক্রোনার ও শিশুদের জন্য পাঁচ হাজার ক্রোনার পর্যন্ত দেয় সুইডিশ সরকার। এক পরিবারের জন্য এই সীমা সর্বোচ্চ ৪০ হাজার সুইডিশ ক্রোনার। ক্ষমতাসীন সুইডেন ডেমোক্র্যাট দলের নেতা লুডভিগ এসপ্লিং জানিয়েছেন, ১৯৮৪ সাল থেকে এই নিয়ম চালু থাকলেও তা অনেকটাই অজানা রয়ে গেছে। খুবই কম সংখ্যক মানুষ এখন পর্যন্ত এই সুবিধাটি নিয়েছেন। সরকারের হিসাবে গত বছর মাত্র একজন এই সুবিধা গ্রহণ করেছেন।
বসবাসের অনুমতি না থাকা অভিবাসীদের স্বেচ্ছায় ফেরত যেতে ইউরোপের বিভিন্ন দেশেই এমন কর্মসূচি আছে। এক্ষেত্রে ডেনমার্ক জনপ্রতি ১৫ হাজার ডলার পর্যন্ত দিয়ে থাকে। ফ্রান্স ২৮০০ ডলার, জার্মানি ২০০০ ডলার আর নরওয়ে ১৪০০ ডলার পর্যন্ত দেয় স্বেচ্ছায় প্রত্যাবাসনকারীদের।
তথ্যসূত্র: দৈনিক জনকন্ঠ