Logo
×

Follow Us

ইউরোপ

বাংলাদেশীদের জন‍্য ভিসা বন্ধ করলো ক্রোয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫০

বাংলাদেশীদের জন‍্য ভিসা বন্ধ করলো ক্রোয়েশিয়া

নেদারল‍্যান্ডস্ এ বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে হাই কমিশন জানিয়েছে, এজেন্সিগুলোর জালিয়াতির কারণে এমন সিদ্ধান্ত নিলো ক্রোয়েশিয়া। 

২০২৪ সালে ক্রোয়েশিয়ায় ভিসা পেয়েছে ১২,৪০০ বাংলাদেশী। যার মধ‍্যে ৮ হাজার ক‍্যান্ডিডেট ক্রোয়েশিয়া না গিয়ে, ভিসাপ্রাপ্তরা চলে গেছেন শেনজেনভুক্ত ইউরোপের অন‍্য দেশে। আর বাকি মাত্র ৪হাজার ৪শ জন বাংলাদেশী কাজের উদ্দেশ‍্যে ক্রোয়েশিয়ায় গেছেন।

এর ফলে ইউরোপীয় ইউনিয়নের চাপে বাংলাদেশীদের আপাতত আর কোন ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রোয়েশিয়া। 

এ ঘটনাটি বাংলাদেশি প্রবাসী কর্মীদের সুনামে বড় আঘাত বলে মনে করছে বাংলাদেশ দূতাবাস।  

পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় কাজ করছেন বাংলাদেশের ছয় থেকে সাত হাজার কর্মী। যাদের বেশির ভাগই নির্মানশ্রমিক, রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি কাজের সাথে যুক্ত। যাদের বেতন ভাতাসহ সব সুযোগ সুবিধা ইউরোপের অন‍্য দেশ থেকে ভালো। 

ফলে, এখন থেকে ক্রোয়েশিয়া যাবার আশায় কোন এজেন্সির সাথে লেনদেনে বিরত থাকার পরামর্শ নেদারল‍্যান্ডস্ দূতাবাসের।

২১শে জানুয়ারি নেদারল‍্যান্ডসে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানিয়েছে। 

ডেস্ক রিপোর্ট, মাইগ্রেশন কনসার্ন 

Logo