‘কঠোরতম অভিবাসন নীতি’ আনতে যাচ্ছে বেলজিয়ামের নতুন সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০

পারিবারিক পুনর্মিলন ভিসাসহ নানা ক্ষেত্রে কঠোর অভিবাসন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে বেলজিয়ামের নতুন সরকার৷ ৪ ফেব্রুয়ারি নবনিযুক্ত প্রধানমন্ত্রী বার্ত ডে ভেফা তার সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেছেন পার্লামেন্টে৷ জানিয়েছেন অভিবাসন নিয়ন্ত্রণে, বিশেষ করে পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করা হবে৷ তিনি বলেন, ‘‘আরো সুশৃঙ্খল এবং আরো মানবিক অভিবাসন নীতির জন্য আমাদের আরো কঠোর হতে হবে৷’’
২০২৪
সালে বেলজিয়ামে ৩৯ হাজার ৬১৫টি আশ্রয় আবেদন জমা পড়েছিল, যা আগের বছরের চেয়ে ১১ দশমিক
ছয় শতাংশ বেশি৷ অন্যদিকে সারা বছরে ৩৬ হাজার ২০০ জনকে রাখার মতো ব্যবস্থা আছে দেশটির
আশ্রয়কেন্দ্রগুলোতে৷
গত
বছরের ১ জানুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী, বেলজিয়ামে বসবাসরত জনগোষ্ঠীর পাঁচ দশমিক দুই
শতাংশ ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাইরের তৃতীয় কোন দেশের অভিবাসী৷ যুদ্ধের প্রেক্ষিতে
ইউক্রেন থেকে ৭৭ হাজার ৬৪৫ জন দেশটিতে প্রবেশ করেছেন৷
দ্য
কমিশনার জেনারেল ফর রিফিউজ্যিস অ্যান্ড স্টেটলেস পার্সনস এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২২
সালে বেলজিয়ামে ১১ হাজার ৬১টি আবেদন শরণার্থী ও সহায়ক সুরক্ষার স্বীকৃতি পেয়েছিল৷ সে
সময় আবেদন গ্রহণের হার ছিল ৪৩ শতাংশ৷ সে বছর সুরক্ষা পাওয়া নাগরিকদের মধ্যে শীর্ষে
ছিলেন সিরিয়ান, আফগান, ইরিত্রিয়ান ও ফিলিস্তিনিরা৷
৩
ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডে ভেফা৷ ডানপন্থিদের নিয়ে গঠিত
জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি৷
পার্লামেন্ট
দেয়া ভাষণে তিনি অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন৷ দায়িত্ব
গ্রহণের প্রথম দিনই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনে যোগ দিয়েছেন৷ তার দল
এন-ভিএ পার্টি থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা
এমন একটি সরকার গঠন করছি যা বাজেটকে স্বচ্ছ করবে, একটি ন্যায্য সামাজিক নীতি বাস্তবায়ন
করবে, এ যাবৎকালের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন করবে...এবং নিরাপত্তায় বিনিয়োগ করবে৷’
ডে
ভেফার এন-ভিএ ইউরোপীয় পার্লামেন্টের কট্টর ডানপন্থি হিসেবে পরিচিত ইউরোপীয়ান কনজারভেটিভস
অ্যান্ড রিফোর্মিস্ট (ইসিআর) এর সদস্য৷ ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলানি এবং চেক
প্রধানমন্ত্রী পেত্রা ফিয়ালার দলগ্রহণের ঘোষণা দিয়েছে বেলজিয়ামের নতুন সরকার৷
তথ্যসূত্র:
ইনফোমাইগ্র্যান্টস ০৬.০২.২০২৫