
পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত কোন এলাকায় অপরাধের মাত্রা কেমন, এই নিয়ে সমীক্ষা প্রকাশ করেছে মেট্রোপলিটন পুলিশ। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০২৫ সালের জানুয়ারিতে, লন্ডনের এলাকাগুলোর মধ্যে সবচেয়ে অপরাধ হয় নিউহ্যামে। এই নিউহ্যাম এলাকায় ৩হাজার ২৩১টি ক্রাইম রিপোর্ট হয়েছে পুলিশের খাতায়। যা ২০২৪ সালের জানুয়ারীর তুলনায় প্রায় তিন শতাংশ বেড়েছে। এখন প্রশ্ন পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকাগুলো কোন কোন অপরাধ বেশি হয়?
লন্ডন মেট্রোপলিটন পুলিশের তথ্যে দেখা যাচ্ছে, নিউহ্যাম এলাকায় সবচেয়ে বেশি অভিযোগ এসেছে চুরির, যার সংখ্যা ১১৭৩টি।
একে অন্যের বিরুদ্ধে আক্রমণের মতো সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি, ৭৫৫টি। এরপর আছে ট্রাফিক বা যানবাহন সংক্রান্ত নানান অপরাধ ৩১৮টি আর মাদক সংক্রান্ত ২৫০টি অপরাধের রিপোর্ট হয়েছে।
জানুয়ারি মাসে নিউহ্যামের পরে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে, টাওয়ার হ্যামলেটসে, যেখানে মোট ২,৭০১টি রিপোর্ট জমা পড়ে।
টাওয়ার হ্যামলেটসেও সবচেয়ে বেশি হয়েছে চুরি, যার সংখ্যা ছিল ৭৭৭টি, আর একে অন্যের বিরুদ্ধে আক্রমণের মতো সহিংসতার ঘটনা ছিলো দ্বিতীয় স্থানে, যার রিপোর্ট ছিল ৭৫৭টি।
তবে, ২০২৫ সালের জানুয়ারি মাসে পূর্ব লন্ডনে দ্বিতীয় সর্বোচ্চ অপরাধের সংখ্যা থাকা সত্ত্বেও, টাওয়ার হ্যামলেটসে ২০২৪ সালের তুলনায় অপরাধের হার ৪.৫ শতাংশ কমেছে।
২০২৫ সালের জানুয়ারি মাসে পূর্ব লন্ডনের তৃতীয় সর্বোচ্চ অপরাধের হার ছিল রেডব্রিজে, যেখানে মোট ১,৯৩২টি অপরাধ রিপোর্ট করা হয়। রেডব্রিজে একে অন্যের বিরুদ্ধে আক্রমণের মতো সহিংসতার ঘটনা ছিল প্রধান অপরাধ, যার সংখ্যা ছিল ৬৪৫টি।
মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট।