Logo
×

Follow Us

ইউরোপ

ফিনল্যান্ডে মৌসুমী কর্মী ভিসার আবেদনপ্রক্রিয়া শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১

ফিনল্যান্ডে মৌসুমী কর্মী ভিসার আবেদনপ্রক্রিয়া শুরু

চলতি বছর বেরি সংগ্রহের কাজে ফিনল্যান্ড আসতে আগ্রহীদের আবেদনের এখনই সময়৷ এজন্য মৌসুমী কর্মী ভিসার আবেদন উন্মুক্ত বলে জানিয়েছে ফিনিশ মাইগ্রেশন সার্ভিস৷

প্রতি বছর ফিনল্যান্ডসহ বিভিন্ন স্ক্যান্ডিনেভিয়ান ও বাল্টিক দেশের অভিবাসী কর্মীরা মৌসুমী কাজের অনুমতির জন্য আবেদন করতে পারেন৷ অনুমতি পেলে তারা বেরি সংগ্রহকারী হিসাবে কাজের সুযোগ পান৷

ফিনিশ কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, আবেদনকারীকে ফিনল্যান্ডের একজন নিয়োগকর্তা খুঁজে পেতে হবে৷ সম্ভাব্য কাজ এবং সেই নিয়োগকর্তার সাথে বেতন সম্পর্কিত একটি কাজের চুক্তি থাকতে হবে৷

ওয়ার্ক পারমিট এবং ভিসার আবেদনের সময় সেই চুক্তিপত্র দেখাতে হবে৷ কাজের মেয়াদের উপর নির্ভর করে পরবর্তীতে ভিন্ন ধরনের মৌসুমী কাজের অনুমতির আবেদন করতে হতে পারে৷

যাদের কাজের মেয়াদ তিন মাস বা তার কম, তাদের নিজ দেশের ফিনিশ দূতাবাস বা কনস্যুলেট থেকে মৌসুমী কাজের ভিসার জন্য আবেদন করতে হবে৷

সনদ পাওয়ার আবেদনের জন্য দিতে হবে ২৫০ ইউরো বা প্রায় ৩১ হাজার টাকা৷ এছাড়া ইলেকট্রনিক প্রক্রিয়াকরণ ফি বাবদ আরো একশ ইউরো বা প্রায় ১২ হাজার টাকা খরচ হবে৷

মৌসুমী কাজের সনদের জন্য নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে৷ একজন কর্মী শুধু সেই নিয়োগকর্তার অধীনে কাজ করার অনুমতি পাবেন, যাদের নাম ওয়ার্ক পারমিটে উল্লেখ থাকবে৷ কাজের সনদে নতুন নিয়োগকর্তার নাম যোগ করতে হলে তার জন্য আলাদা আবেদন করতে হবে৷

আবেদন জমা দেওয়ার ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত দেবে ফিনিশ কর্তৃপক্ষ৷ কাজের সনদের জন্য আবেদনে আবেদনকারীর পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে৷ অর্থাৎ, আবেদনকারীকে নির্বাচিত খাতের জন্য ফিনল্যান্ডের ন্যূনতম মজুরি উপার্জন করতে হবে৷ ২০২৫ সালে আবেদনকারীর মোট আয় প্রতি মাসে কমপক্ষে এক হাজার ৪৩০ ইউরো বা প্রায় এক লাখ ৮১ হাজার টাকা হতে হবে৷

ফিনল্যান্ডে ঢোকার সময় একটি বৈধ পাসপোর্টের প্রয়োজন হবে এবং আবাসনের ব্যবস্থা করতে হবে৷

ফিনিশ কর্তৃপক্ষের মতে, এর অর্থ হলো আবাসনের মান ফিনল্যান্ডের সাধারণ আবাসনের জন্য প্রযোজ্য স্বাস্থ্য ও সুরক্ষার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে৷ এর মধ্যে রয়েছে গোসলের এবং ব্যবহারের জন্য উষ্ণ জল এবং ঘুমানোর পর্যাপ্ত জায়গা৷

যারা এই বছর ফিনল্যান্ডে তিন থেকে নয় মাস মেয়াদে কাজ করতে চান তাদের ফিনিশ ইমিগ্রেশন সার্ভিসের মাধ্যমে মৌসুমী কাজের জন্য আবাসিক পারমিট পাওয়ার আবেদন করতে হবে৷

এক্ষেত্রে ইলেট্রনিক আবেদন প্রক্রিয়াকরণের জন্য প্রথমবার ৩৮০ ইউরো খরচ হবে৷ বসবাসের অনুমতির মেয়াদ বাড়াতে চাইলে পরেরবার ১৭০ ইউরো খরচ হবে৷

আবেদনের ক্ষেত্রে প্রথম পারমিটের জন্য ৪৮০ ইউরো এবং বসবাসের অনুমতি বাড়ানোর জন্য ৪৩০ ইউরো খরচ হবে৷

মৌসুমী কর্মীদের পরিবারের সদস্যরা ফিনল্যান্ডে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন না৷

আবেদনকারীর ন্যূনতম মাসিক আয় হতে হবে এক হাজার ৪৩০ ইউরো৷ থাকতে হবে বৈধ পাসপোর্ট এবং ফিনল্যান্ডে থাকার ব্যবস্থা৷

তথ্যসূত্র:  ইনফো মাইগ্র্যান্টস ১৯.০২.২০২৫

Logo