Logo
×

Follow Us

ইউরোপ

অভিবাসীদের কারণে অপরাধ বাড়ছে না: জার্মান গবেষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৫৭

অভিবাসীদের কারণে অপরাধ বাড়ছে না: জার্মান গবেষণা

রাজনৈতিক বিতর্ক থাকলেও বাস্তবতা হচ্ছে, অভিবাসন বাড়ার সঙ্গে অপরাধ বাড়ার কোনো সম্পর্ক নেই৷ জার্মানির শীর্ষস্থানীয় একটি ইকোনোমিক পলিসি ইনস্টিটিউটের নতুন গবেষণায় উঠে এসেছে এই তথ্য৷

জার্মানিতে সংগঠিত অপরাধের পরিসংখ্যান নিয়ে এই গবেষণাটি করেছে আইএফও ইনস্টিটিউট৷ এতে বলা হয়েছে, অভিবাসী বা শরণার্থীদের মধ্যে অপরাধের প্রবণতা উল্লেখ করার মতো নয় এবং কোনো নির্দিষ্ট একটি এলাকা বা জেলায় অবস্থানরত অভিবাসীদের অনুপাত এবং স্থানীয় অপরাধের হারের মধ্যেও কোনো সম্পর্ক নেই৷

মিউনিখ ভিত্তিক ইনস্টিটিউটটি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সর্বশেষ জাতীয় অপরাধ পরিসংখ্যান নিয়ে এই গবেষণাটি করেছে৷ তারা দেখিয়েছে, অপরাধের পরিসংখ্যানের সঙ্গে অভিবাসীরা কোথা থেকে এসেছেন তার কোনো সম্পর্ক নেই৷

গবেষণায় বলা হয়েছে, অভিবাসীদের মধ্যে শহরাঞ্চলে বসতি স্থাপনের প্রবণতা লক্ষ্যণীয়৷ বিশেষত, যেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি, নাইট লাইফ উপভোগ করা যায় এবং দিনের বেশিরভাগ সময় জনসমাগম থাকে এমন জায়গাতে তারা থাকতে চান৷ ফলে এসব অঞ্চলে অপরাধের হারও বেশি এবং সন্দেহভাজনরা জার্মান কিংবা অভিবাসী অতীত রয়েছে এমন জার্মানও হয়ে থাকেন৷ অন্যদিকে, যেসব জেলা বা অঞ্চলে বেশি সংখ্যক অভিবাসীদের অপরাধে জড়িত থাকতে দেখা গেছে, সেগুলোতেও জার্মানদের অপরাধের হারও বেশি৷

এতে আরো বলা হয়েছে, ‘‘অবকাঠামো, অর্থনৈতিক পরিস্থিতি, পুলিশের উপস্থিতি বা জনসংখ্যার ঘনত্বের কারণে এসব স্থানে অপরাধের ঝুঁকি রয়েছে এবং অপরাধে যুক্ত ব্যক্তিরা যে কোনো জাতীয়তার বা যে কোনো দেশের হতে পারে৷’’

অপরাধের ঘটনায় কেন অভিবাসীদের দিকেই আঙ্গুল তোলা হয়, তারও একটি ব্যাখ্যা দিয়েছেন গবেষকেরা৷ তারা বলেছেন, জার্মানদের তুলনায় অভিবাসীরা সাধারণত তরুণ বা যুবক বয়সি হয় এবং তাদের বেশিরভাগই পুরুষ৷

অভিবাসীদের প্রতি দায় চাপানোর ক্ষেত্রে এই কারণগুলোকেও সঙ্গতিপূর্ণ বলেও মানতে নারাজ গবেষক দল৷

প্রচলিত আখ্যানের সঙ্গে মিল নেই গবেষণার

সাধারণ নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে চলছে নির্বাচনি প্রচার৷ সেখানে জনপ্রিয় ন্যারেটিভ বা আখ্যান হচ্ছে, অভিবাসীদের মধ্যেই অপরাধপ্রবণতা বেশি৷

জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগ-এ অভিবাসন সীমিত করার বিষয়ে সাম্প্রতিক বিতর্কে রক্ষণশীল দল সিডিইউ-এর চ্যান্সেলর প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস ‘‘আশ্রয়কেন্দ্রে নিয়মিত গণধর্ষণ’’ নিয়ে কথা বলেছেন৷

তথ্যসূত্র: ইনফো মাইগ্র্যান্টস

Logo