জার্মানির ভিসার অপেক্ষায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:১২

জার্মানির ভিসার অপেক্ষায় রয়েছেন ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী। ২০২৪ ও ২০২৫ সালের চলতি মাসের মধ্যে এসব ভিসা আবেদন করেন শিক্ষার্থীরা। ১২ মার্চ নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।
জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার জানিয়েছেন যে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে
(জানুয়ারি-মার্চ) ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে
১৬ হাজার ৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য
আবেদন করেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত আবেদন জমা দিয়েছেন ৮
হাজার ৭৬২ জন শিক্ষার্থী। এ নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮০।
এই
বিপুল সংখ্যক আবেদন প্রক্রিয়াকরণের জন্য দূতাবাসকে অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে।
২০২২ সালে রাষ্ট্রদূত উল্লেখ করেছিলেন যে, ভিসা প্রক্রিয়াকরণের সময় ১০ থেকে ১২ মাস
পর্যন্ত হতে পারে। বর্তমানে এই সময়সীমা পরিবর্তিত হতে পারে, তবে আবেদনকারীদের ধৈর্য
ধরে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য,
জার্মানিতে শিক্ষার্থীদের ব্লকড অ্যাকাউন্টে জমা রাখার প্রয়োজনীয় অর্থের পরিমাণ ২০২৪
সালের ১ সেপ্টেম্বর থেকে বৃদ্ধি পেয়ে ১১,৯০৪ ইউরো নির্ধারিত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায়
প্রায় ১৫,৯৭,০০০ টাকার সমান। এই অর্থ জমা রাখা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক, যা
তাদের জার্মানিতে জীবনযাপনের খরচ বহনের সক্ষমতা প্রদর্শন করে।
ভিসা
প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এবং কোনো জটিলতা এড়াতে, আবেদনকারীদের প্রয়োজনীয় সকল নথি
সঠিকভাবে প্রস্তুত করে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া, ভিসা প্রক্রিয়ার সর্বশেষ
আপডেটের জন্য নিয়মিতভাবে জার্মান দূতাবাসের ওয়েবসাইট পরিদর্শন করা উচিত।
তথ্যসূত্র:
চ্যানেল ২৪