Logo
×

Follow Us

ইউরোপ

ইতালিতে ভুয়া নথি দিয়ে ‘স্টে পারমিট’ নিলে কড়া শাস্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:১৮

ইতালিতে ভুয়া নথি দিয়ে ‘স্টে পারমিট’ নিলে কড়া শাস্তি

ভুয়া নথি জমা দিয়ে ইতালিতে কেউ ‘স্টে পারমিট’ বা বসবাসের অনুমতি নিলে তাকে কঠোর শাস্তি দেয়া যাবে বলে জানিয়েছে দেশটির সাংবিধানিক আদালত৷ এ সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করে ইতালির উত্তরের শহর ভিসেন্জার একজন বিচারক সাংবিধানিক আদালতের কাছে বিষয়টি জানতে চান৷

ইউরোপীয় ইউনিয়নের বাইরের একটি দেশ থেকে আসা এক অভিবাসী, দীর্ঘমেয়াদে বসবাসের অনুমতি পেতে ইতালি পুলিশের কাছে ইতালির ভাষা জানার একটি ভুয়া নথি জমা দিয়েছিলেন দেশটিতে৷ 

ইতালির আইনে সাধারণত যারা ভুয়া বা নকল নথি তৈরি করেন তাদের এসব যারা ব্যবহার করেন তাদের চেয়ে কঠোর সাজা দেয়া হয়৷

ভিসেন্জার বিচারক সাংবিধানিক আদালতের কাছে জানতে চান যে নকল নথি ব্যবহারকারীদেরকেও কঠোর শাস্তি দেয়া যাবে কিনা এবং তা দেয়া হলে ইতালির সংবিধানের কোনো ব্যতয় ঘটবে কি না৷ এক্ষেত্রে তিনি সুনির্দিষ্ট কিছু ধারাও উল্লেখ করেছেন৷ 

তবে সাংবিধানিক আদালত জানিয়েছে যে অভিবাসন সম্পর্কিত নকল নথির ক্ষেত্রে কঠোর সাজা কী হবে তা নির্ধারণে আইন প্রণেতাদের কোনো সাংবিধানিক বাধা নেই৷ কারণ এ ধরনের নথি রাষ্ট্রের স্বার্থকে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অভিবাসন ব্যবস্থাপনাকে আক্রান্ত করছে৷

সাংবিধানিক আদালত এটাও মনে করে যে বসবাসের অনুমিত পেতে নকল নথি জমা দেয়া এ ধরনের নকল নথি বানানোর চেয়ে ছোট অপরাধ নয়৷

আদালত বিবৃতিতে জানিয়েছে যে ‘স্টে পারমিট’ পেতে নকল নথি যারা জমা দেন তারা এ ধরনের নকল নথি যারা তৈরি করেন তাদেরকে নিজেদের তথ্য দিয়ে সহায়তা এবং প্ররোচিত করেন৷

আদালত এই রায়ও দিয়েছে যে নকল নথি প্রদানের মাধ্যমে একজন মানুষ স্টে পারমিট নিচ্ছেন অথচ তার সেটা পাওয়ার অধিকার নেই৷ সুতরাং নথি নকল করা সেটি পুলিশের কাছে কোনো উদ্দেশ্যে জমা দেয়ার আগ অবধি একটি প্রস্তুতিমূলক পদক্ষেপ৷ ফলে এক্ষেত্রে অভিবাসন আইনে কোনো অসঙ্গতি দেখছে না ইতালির সাংবিধানিক আদালত৷

তথ্যসূত্র: ইনফো মাইগ্র্যান্টস

Logo