২০২৫ সালে ক্রোয়েশিয়ায় অভিবাসী কর্মীদের তালিকায় শীর্ষে নেপাল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১২:৪৩

ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট ৩৪ হাজার ৪৪০টি রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট ইস্যু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নেপালি অভিবাসী কর্মী রয়েছেন৷ এর আগে বসনিয়া-হার্জেগোভিনার কর্মীরা এই তালিকায় শীর্ষে ছিলেন৷
পরিসংখ্যান অনুযায়ী, নেপালি অভিবাসীরা মোট ইস্যু হওয়া ওয়ার্ক পারমিটের এক-চতুর্থাংশের বেশি (৮ হাজার ২০০টি) পেয়েছেন, যা মোট অনুমতির ২৪ শতাংশ৷ এই সংখ্যা বসনিয়া-হার্জেগোভিনার শ্রমিকদের ছাড়িয়ে গেছে। ফলে নেপালিরা ক্রোয়েশিয়ার বৃহত্তম বিদেশি শ্রমিক গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে৷
ক্রোয়েশিয়ার জাতীয় ব্যাংকের তথ্য অনুসারে, ২০২৩ সালে নেপালি কর্মীরা দেশটিতে মোট ৬৮ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো (প্রায় ৬৮৫ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ৷ এটি নেপাল থেকে ক্রোয়েশিয়ায় অভিবাসনের ক্রমবর্ধমান প্রবণতা নির্দেশ করে৷
দীর্ঘদিন ধরে বসনিয়া-হ্যার্ৎসেগোভিনার লোকেদের জন্য ক্রোয়েশিয়ার প্রধান শ্রম বাজার ছিল৷ ভাষাগত ও ভৌগলিক ঘনিষ্ঠতার কারণে ক্রোয়েশিয়ান নিয়োগকর্তা ও বসনিয়া-হ্যার্ৎসেগোভিনার শ্রমিকরা পারস্পরিকভাবে উপকৃত হতেন৷ তবে সাম্প্রতিক বছরগুলোতে নেপালি শ্রমিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে৷
এছাড়া, ২০২৫ সালের প্রথম দুই মাসে ফিলিপাইন্স থেকে চার হাজার ৪০০ জন এবং ভারত থেকে চার হাজার অভিবাসী শ্রমিক ক্রোয়েশিয়ায় রেসিডেন্স পারমিট পেয়েছেন৷ ২০২৪ সালের তুলনায় এই সময়ের মধ্যে ক্রোয়েশিয়ায় ওয়ার্ক পারমিট পাওয়ার হার ২০ শতাংশ বেড়েছে৷
২০২৪ সালে মোট ২ লাখ ৬ হাজার ৫০০ শ্রমিক ক্রোয়েশিয়ায় কাজের অনুমতি পেয়েছিলেন৷ এর মধ্যে বসনিয়া-হার্জেগোভিনার থেকে ৩৮ হাজার ১০০ জন, নেপাল থেকে ৩৫ হাজার ৬০০ জন, ভারত থেকে ২০ হাজার ৫০০ জন এবং ফিলিপাইন থেকে ১৪ হাজার ৭০০ জন শ্রমিক ছিলেন৷
গত বছর ক্রোয়েশিয়ায় ইস্যু হওয়া মোট ওয়ার্ক পারমিটের ৩৬ দশমিক তিন শতাংশ (৭৫ হাজার) নির্মাণ খাতে, ৫৬ হাজার পর্যটন ও রেস্তোরাঁ খাতে এবং ২৮ হাজার ৫০০টি শিল্প খাতে দেয়া হয়েছে৷
বিশেষ করে পর্যটন ও আতিথেয়তা খাতের জন্য বিদেশি শ্রমিকদের চাহিদা উল্লেখযোগ্য৷ বিদেশি কর্মীদের কারণে ক্রোয়েশিয়া গত বছর সফলভাবে পর্যটন মৌসুম পরিচালনা করতে পেরেছে, যা দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে৷
তথ্যসূত্র: ইনফো মাইগ্র্যান্টস