Logo
×

Follow Us

ইউরোপ

শুক্রবার সারাদিন বন্ধ থাকবে লন্ডনের হিথ্রো বিমানবন্দর

১৩৫০ ফ্লাইট বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৯:১৯

শুক্রবার সারাদিন বন্ধ থাকবে লন্ডনের হিথ্রো বিমানবন্দর

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগায় বন্ধ হয়ে গেছে বিমানবন্দরটি। হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সারাদিন বন্ধ থাকবে এই বিমানবন্দর। এ কারণে ফ্লাইট পরিচালনায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন এখনো জ্বলছে। এ কারণে টার্মিনাল ২ ও ৪-এ বিদ্যুৎ নেই, পাশাপাশি আশপাশের ৫ হাজার বাড়িও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এই অগ্নিকাণ্ডের তদন্তের দায়িত্ব নিয়েছে কাউন্টার-টেররিজম পুলিশ। তবে মেট পুলিশ জানিয়েছে, আপাতত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।

হিথ্রো, যা ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর। সতর্ক করেছে যে, এই ঘটনার কারণে কয়েক দিন ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটতে পারে। শুধু আজই ১ হাজার ৩৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দরের আশপাশের হোটেল ও পাবে যাত্রীদের ভিড়ে ঠাসা। তারা সবাই তাদের ফ্লাইটসংক্রান্ত তথ্য জানার জন্য অপেক্ষা করছেন বলে জানাচ্ছে বিবিসি।

বিবিসি আরো জানাচ্ছে, বিমানবন্দরের আশপাশের হোটেল ও পাবগুলোর লবিতে এবং টেবিলগুলোর চারপাশে ভিড় করে বসে আছেন বহু মানুষ। তাদের সঙ্গে রয়েছে লাগেজের স্তূপ। তারা হতাশ চোখে ফোনের দিকে তাকিয়ে ভালো খবরের আশায় সময় গুনছেন।

যদিও বিমানবন্দর শিগগির বিদ্যুৎ ফিরে পাবে, তবু স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ কয়েক দিন লেগে যাবে। কারণ, বিশালসংখ্যক যাত্রী ও মালপত্রের জট তৈরি হয়েছে, যা ঠিক করতে সময় লাগবে।

Logo