Logo
×

Follow Us

ইউরোপ

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:০৬

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

ধীরে ধীরে ফ্লাইট চালু করতে শুরু করেছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। ২২ মার্চ থেকে পুরোদমে বিমানবন্দরটি চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

বিমানবন্দরের কাছের একটি বৈদ‍‍্যুতিক সাবস্টেশনে আগুন লাগার পর বন্ধ হয়ে গিয়েছিল ইউরোপের সবচেয়ে ব‍্যস্ত এই বিমানবন্দরটি। ২১ মার্চ সারাদিনই বন্ধ ছিল বিমানের ওঠানামা। বিবিসির খবরে বলা হয়েছে শুক্রবার সাড়ে তেরশো ফ্লাইট বাতিল করা হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। এ ঘটনার কারণে বিশ্বজুড়েই বিমান চলাচলের টাইমটেবিল ওলটপালট হয়ে যায়। 

হিথ্রো পৃথিবীর পঞ্চম ব‍্যস্ততম বিমানবন্দর। ৮০টি দেশের এয়ারলাইন্সের গন্তব‍্য এই এয়ারপোর্টটি। প্রতিদিন গড়ে ২ লাখ ৩০ হাজার যাত্রী চলাচল করে এই এয়ারপোর্ট দিয়ে। বছরে প্রায় ৮ লাখ ৩০ হাজার যাত্রী আসা-যাওয়া করে। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের ঘটনায় আশপাশের এক লাখ বাড়িঘরে বিদ‍্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, হিথ্রোর ঘটনায় বেশ কিছু দিন সারা বিশ্বের বিমান চলাচলে কিছুটা হলেও বিশৃঙ্খল পরিস্থিতি থাকবে। 

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট।

Logo