
২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর দেশগুলোতে প্রথমবারের মতো আশ্রয় চেয়ে করা আবেদনের সংখ্যা তার আগের বছরের তুলনায় ১৩ ভাগ কমেছে৷ পরিসংখ্যান বলছে, ২০২০ সালের পর এই প্রথম আশ্রয় চেয়ে করা প্রাথমিক আবেদনের সংখ্যা কমেছে৷
২০ মার্চ ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাট এ তথ্য দিয়েছে৷ ইউরোস্ট্যাট জানিয়েছে, ২০২৪ সালে জোটের ২৭টি সদস্য রাষ্ট্রে ৯ লাখ ১২ হাজার মানুষ প্রথমবারের মতো আশ্রয় চেয়ে আবেদন করেছেন৷ ২০২৩ সালে সংখ্যাটি ছিল ১০ লাখেরও বেশি৷
২০১৩ সাল থেকে প্রতি বছরের মতো এবারো আবেদনকারীদের মধ্যে সিরিয়ার নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি৷ মোট আবেদনের ১৬ শতাংশ এসেছে সিরিয়ার নাগরিকদের কাছ থেকে৷ ৮ শতাংশ আবেদন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভেনেজুয়েলার নাম, আর কাছাকাছি সংখ্যক আবেদন নিয়ে এর পরই আছে আফগানিস্তান৷
এশিয়ার তৃতীয় বাংলাদেশ
মোট আবেদনের মধ্যে এশিয়া মহাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষ আশ্রয় চেয়ে আবেদন করেছেন৷ এশিয়া মহাদেশ থেকে ৩ লাখ ৬৩ হাজার ১০০টি আশ্রয় আবেদন জমা পড়েছে৷
স্বাভাবিকভাবেই শীর্ষে রয়েছে সিরিয়ার নাম৷ প্রায় দেড় লাখ সিরীয় নাগরিক ইইউ দেশগুলোতে আশ্রয় চেয়ে প্রথমবারের মতো আবেদন করেছেন৷ এর পর ৭২ হাজার ২০০ আবেদন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আফগানিস্তান৷ আর ১১ শতাংশ বা প্রায় ৪০ হাজার আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশের নাম৷ ছয় শতাংশ নিয়ে চতুর্থ অবস্থানে আছে পাকিস্তান এবং চার শতাংশ নিয়ে পঞ্চম স্থানে ইরাকের নাম৷
বাংলাদেশিদের আশ্রয় আবেদন
ইউরোপীয় ইউনিয়নের আশ্রয়বিষয়ক সংস্থা (ইইউএএ) এ বছরের ৩ মার্চ তাদের বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করেছে৷ এতে বলা হয়েছে, ২০২৪ সালে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন৷ বাংলাদেশি অভিবাসীদের প্রধান গন্তব্য ইতালি৷ ভূমধ্যসাগর পেরিয়ে অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের হারও বেড়েছে বাংলাদেশিদের৷ ইতালি ছাড়াও বাংলাদেশিরা ফ্রান্স এবং আয়ারল্যান্ডেও আশ্রয় আবেদন জমা দিয়েছেন৷
২০২৪ সালে মোট ৪৩ হাজার ২৩৬ জন বাংলাদেশি আশ্রয়প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন৷ এদের মধ্যে ৪১ হাজার ৩২৫ জন বাংলাদেশি প্রথমবারের মতো আবেদন করেছেন৷
মোট আবেদনের মধ্যে মাত্র চার শতাংশ আশ্রয়প্রার্থী ২০২৪ সালে রিফিউজি স্ট্যাটাস বা শরণার্থী মর্যাদা পেয়েছেন৷ গত বছর বাংলাদেশিদের করা আবেদনের মধ্যে ২৬ হাজার ৩৭৩টি আবেদন নিষ্পত্তি করে সিদ্ধান্ত দিয়েছে ইইউ দেশগুলো৷ সিদ্ধান্তের অপেক্ষায় আছে ৪৭ হাজার ৭৭৮টি আশ্রয় আবেদন৷ এগুলোর মধ্যে ২০২৪ সাল ছাড়াও আগের আবেদনও রয়েছে৷
তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস