Logo
×

Follow Us

ইউরোপ

নানা ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য, ৯ এপ্রিল থেকে কার্যকর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ২২:৪১

নানা ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য, ৯ এপ্রিল থেকে কার্যকর

অভিবাসন ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আগামী ৯ এপ্রিল থেকে সব ধরনের ভিসা, স্পন্সরশিপ ও নাগরিকত্ব ফি বৃদ্ধি কার্যকর করছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে ইটিএ (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন), স্বল্পমেয়াদি, চিকিৎসা, শিক্ষার্থীসহ অনেকেই। সোমবার (২৪ মার্চ) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ৯ এপ্রিল থেকে স্বল্পমেয়াদি পর্যটন ভিসার (৬ মাস) জন্য আবেদনকারীকে গুনতে হবে ১২৭ পাউন্ড, বর্তমানে এই ফি ১১৫ পাউন্ড। আর দীর্ঘমেয়াদি পর্যটন ভিসা (৬ মাসের বেশি) ফি হবে ৪৭৫ পাউন্ড, যা বর্তমানে ৪৩২ পাউন্ড।

এছাড়া ৫ বছর ও ১০ বছর মেয়াদি ভিসার ফি করা হবে যথাক্রমে ৮৪৮ পাউন্ড এবং ১ হাজার ৫৯ পাউন্ড। বর্তমানে এই ফি যথাক্রমে ৭৭১ পাউন্ড এবং ৯৬৩ পাউন্ড।

সেই সঙ্গে বাড়ানো হচ্ছে শিক্ষার্থী ও কর্মী ভিসা ফিও। বর্তমানে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসার ফি ৪৯০ পাউন্ড। আগামী ৯ এপ্রিল থেকে এই ফি হবে ৫২৪ পাউন্ড।

এছাড়া তিন বছর মেয়াদি দক্ষ কর্মী ভিসার ফি করা হচ্ছে ৭৬৯ পাউন্ড, বর্তমানে এই ফি ৭১৯ পাউন্ড। আর ৫ বছর মেয়াদি কর্মী ভিসা ফি ১ হাজার ৪২০ পাউন্ড থেকে বাড়িয়ে ১ হাজার ৫১৯ পাউন্ড করা হচ্ছে।

যারা ইটিএ ভিসার জন্য আবেদন করতে আগ্রহী, তাদেরও ৯ এপ্রিলের পর থেকে ১০ পাউন্ডের পরিবর্তে ১৬ পাউন্ড গুনতে হবে। ভিসার পাশাপাশি স্পন্সরশিপ এবং নাগরিকত্বের জন্য আবেদনের ফিও বাড়ানো হয়েছে। দক্ষ কর্মীদের স্পন্সরের ক্ষেত্রে আগামী ৯ এপ্রিল থেকে ৫২৫ পাউন্ড স্পন্সর ফি দিতে হবে নিয়োগকর্তাদের; বর্তমানে এই ফি ২৩৯ পাউন্ড।

বর্তমানে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভের আবেদন নিবন্ধিত করতে ১ হাজার ৩৫১ পাউন্ড, ৯ এপ্রিল থেকে এই ফি হবে ১ হাজার ৪৪৫ পাউন্ড।

ভিসা ফি বাড়ানোর কারণ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হচ্ছে, সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা বাহিনীর টহলদারি ও সীমান্ত ব্যবস্থাপনা খাতে প্রতিদিনই সরকারি ব্যয় বাড়ছে। এই ব্যয় সংকুলানের জন্যই ভিসা, স্পন্সরশিপ ও নাগরিকত্বের আবেদনের ফি বাড়ানো হয়েছে। কারণ সরকার এই অতিরিক্ত অর্থের জন্য করদাতাদের ওপর চাপ বাড়াতে ইচ্ছুক নয়।

খবর: গালফ নিউজ

Logo