Logo
×

Follow Us

ইউরোপ

আশ্রয় আবেদন প্রত্যাখ্যানের হার বাড়ছে স্পেনে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:২৮

আশ্রয় আবেদন প্রত্যাখ্যানের হার বাড়ছে স্পেনে

বহু অভিবাসী প্রতি বছর স্পেনে আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করেন৷ শুধু ২০২৫ সালের শুরুতেই জমা পড়েছে ২৬ হাজার ৪০০টিরও বেশি আবেদন, যার বড় অংশ এসেছে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও মালি থেকে৷ ২০২৪ সালে মোট আবেদন সংখ্যা ছিল ১ লাখ ৬৭ হাজার ৩৬৬, যা স্পেনে আশ্রয় ব্যবস্থা চালুর পর থেকে সর্বোচ্চ৷ তবে চাহিদা বাড়লেও আবেদন প্রক্রিয়া এখনো সহজ নয়৷

সেনেগালিজ অভিবাসী, আবদুল্লাহ ২০২৪ সালের আগস্টে মাদ্রিদের কাছাকাছি একটি কেন্দ্রে পৌঁছেছিলেন৷ তিনি জানান, “আমি প্রথম দিনই আবেদন করতে চেয়েছিলাম, কিন্তু জানানো হয় অনেকেই আগে থেকে অপেক্ষায় আছেন৷ কিছু না করে সময় কাটানো খুব কঠিন ছিল।" ছয় মাস পর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি তার আবেদন জমা দিতে সক্ষম হন৷

মাদ্রিদভিত্তিক এনজিও সেয়ার-এর পরিচালক মরিসিও ভালিয়েন্তে বলেন, “আশ্রয় প্রক্রিয়ায় ঢোকাটাই সবচেয়ে কঠিন ধাপ৷ প্রশাসন ও পুলিশ বিভাগগুলো চাপে পরিপূর্ণ৷ অনেক আবেদনকারী এক বছর ঘুরেও কেবল আবেদন জমা দিতেই ব্যর্থ হন”।

আশ্রয়প্রার্থীরা আবেদন জমা দিলেও সুরক্ষা পাওয়ার নিশ্চয়তা মেলে না৷ ২০২৩ সালে স্পেনের আশ্রয় অনুমোদনের হার ছিল মাত্র ১২ শতাংশ— ইউরোপে সর্বনিম্ন৷ ২০২৪ সালে তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৮.৫ শতাংশে, যা ইউরোপীয় গড় ৪২ শতাংশের অনেক নিচে৷

কমপ্লুতেন্সে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী এলিসা ব্রেয় বলেন, “স্পেন কখনোই সুইডেন বা জার্মানির মতো শরণার্থীভিত্তিক দেশ ছিল না৷ বরং দেশটি বরাবরই শ্রমের ভিত্তিতে অভিবাসনকে অগ্রাধিকার দিয়েছে৷’’

যাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তাদের জন্য ‘আরাইগো’ নামে একটি বিশেষ রেসিডেন্স পারমিট রয়েছে৷ তবে এর জন্য স্পেনে কমপক্ষে দুই থেকে তিন বছর অনিয়মিতভাবে থাকার প্রমাণ দিতে হয়৷

২০২৫ সালের ২০ মে থেকে চালু হচ্ছে ‘আরাইগো দে লা সেগুন্ডা ওপোরতুনিদাদ’— একটি নতুন রেসিডেন্স পারমিট, যা মূলত আশ্রয় প্রত্যাখ্যাতদের জন্য তৈরি৷

যেসব দেশের আবেদন দ্রুত গৃহীত হয়, তাদের অভিজ্ঞতা অনেকটাই ভিন্ন৷ মালি থেকে আগত ফোফানা জানান, “আমি কখনোই রাস্তায় ঘুমাইনি৷ সেভিয়া ও মাদ্রিদের কেন্দ্রে ছিলাম৷ ২০২৩ সালের আগস্টে রিফিউজি স্ট্যাটাস পাই৷ এখন আমি স্বাভাবিক জীবন কাটাচ্ছি৷ স্পেন আমি কখনো ছাড়ব না৷’’

তথ্যসূত্র: ইনফো মাইগ্র্যান্টস

Logo