Logo
×

Follow Us

ইউরোপ

অভিবাসীদের জন্য কঠোর আবাসন নিয়ম করবে সুইডেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৪:০১

অভিবাসীদের জন্য কঠোর আবাসন নিয়ম করবে সুইডেন

নতুন আগত অভিবাসীদের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে পৌরসভাগুলোর অধিক স্বাধীনতা থাকা উচিত বলে সুইডেন সরকার প্রস্তাব করেছে। এছাড়া নতুন একটি মডেল চালু করার সুপারিশ করা হয়েছে, যেখানে অভিবাসীরা সর্বোচ্চ তিন বছর থাকতে পারবেন।

এই প্রস্তাবনার তদন্ত প্রতিবেদন ২ এপ্রিল শ্রম বাজার ও সংহতি মন্ত্রী ম্যাটস পারসনের কাছে জমা দেওয়া হয়েছে। মন্ত্রী ম্যাটস পারসন বলেছেন, এই প্রস্তাব সরকারের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি বিশেষভাবে পৌরসভাগুলোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করবে।

বর্তমান ব্যবস্থা

২০১৬ সালের পর থেকে সুইডেনের সব পৌরসভা বাধ্যতামূলকভাবে আশ্রয়প্রার্থী হিসেবে স্বীকৃতি পাওয়া নতুন অভিবাসীদের গ্রহণ করে আসছে। সেই সময় অভিবাসী গ্রহণে স্বেচ্ছাসেবী চুক্তি পর্যাপ্ত ছিল না।

কিন্তু বর্তমানে অভিবাসীর সংখ্যা কমে যাওয়ায় সরকার এই পদ্ধতিটি পুনর্বিবেচনা করতে চায়।

নতুন প্রস্তাবনাগুলো কী?

পৌরসভাগুলোর স্বাধীনতা বৃদ্ধি:

- নতুন প্রস্তাবনা অনুসারে, পৌরসভাগুলো নিজেদের চাহিদা অনুযায়ী নতুন অভিবাসী গ্রহণের সংখ্যা নির্ধারণ করতে পারবে।

- কিছু পৌরসভা বেশি অভিবাসী নিতে চায়, আবার কিছু পৌরসভার পক্ষে অতিরিক্ত অভিবাসী গ্রহণ করা কঠিন হয়ে পড়েছে। 

- নতুন ব্যবস্থায় পৌরসভাগুলো "শূন্য" অভিবাসী গ্রহণের ইচ্ছা প্রকাশ করতে পারবে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত অভিবাসন সংস্থা নেবে। যদি অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী শূন্য অভিবাসী বরাদ্দ সম্ভব না হয়, তাহলে পৌরসভাকে বাধ্যতামূলকভাবে নির্ধারিত সংখ্যা গ্রহণ করতে হবে।

নতুন "স্থাপন আবাসন" ব্যবস্থা:

- নতুন অভিবাসীদের জন্য সর্বোচ্চ তিন বছরের জন্য বিশেষ আবাসন ব্যবস্থা রাখা হবে।

- এই সময়ে অভিবাসীদের সমাজ ও শ্রম বাজারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে।

- যদি তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ না করে, তবে তাদের এই আবাসন হারানোর ঝুঁকি থাকবে।

অতিরিক্ত বিবেচ্য বিষয়:

- বর্তমানে অভিবাসীদের বণ্টন নির্ধারণের ক্ষেত্রে শুধু স্থানীয় শ্রম বাজার এবং আগত অভিবাসীর সংখ্যা বিবেচনা করা হয়।

- নতুন প্রস্তাবে আরো কিছু বিষয় যুক্ত করা হয়েছে, যেমন স্থানীয় আবাসন পরিস্থিতি এবং সমাজ থেকে বিচ্ছিন্ন এলাকার অস্তিত্ব।

বর্তমান চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা

এই ব্যবস্থা সব অভিবাসীর জন্য প্রযোজ্য নয়। ২০২২ সালে আশ্রয়প্রাপ্ত অভিবাসীদের মধ্যে ৪০% নিজেরাই আবাসন ব্যবস্থা নিশ্চিত করেছিল। এই প্রস্তাব এখন মতামতের জন্য পাঠানো হবে, তবে পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের গ্রীষ্মের মধ্যে নতুন আইন কার্যকর করা হতে পারে।

তথ্যসূত্র: সুইডেন হেরাল্ড


Logo