Logo
×

Follow Us

ইউরোপ

ইতালির নতুন আইনে ৫ পরিবর্তন, ভিসা পেতে কী করবেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০

ইতালির নতুন আইনে ৫ পরিবর্তন, ভিসা পেতে কী করবেন?

সম্প্রতি বিশ্বজুড়ে বিপুলসংখ্যক আবেদনকারী ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, যাদের মধ্যে অনেকেই কেবল ভিসামুক্ত ভ্রমণের সুবিধার জন্য ইতালির পাসপোর্ট নিতে আগ্রহী।

বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, "ইতালির নাগরিকত্ব পাওয়া একটি গুরুতর বিষয়। কেবল মায়ামিতে কেনাকাটা করার জন্য পাসপোর্ট পাওয়া উচিত নয়।"

নতুন নিয়মে মূল ৫টি পরিবর্তন:

১. নিকটতম পূর্বপুরুষের শর্ত

আগে যে কোনো পূর্বপুরুষ যিনি ১৮৬১ সালের পর জীবিত ছিলেন, তার সূত্র ধরে নাগরিকত্বের আবেদন করা যেত। এখন অবশ্যই বাবা বা দাদা/নানা ইতালিয়ান নাগরিক হতে হবে।

২. ইতালীয় ভাষার দক্ষতা বাধ্যতামূলক

নাগরিকত্ব পেতে আবেদনকারীকে এখন সরকারি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ করতে হবে যে তিনি ইতালীয় ভাষায় পারদর্শী।

৩. বাসস্থান বা বসবাসের সংযোগ

যদিও তাৎক্ষণিকভাবে বসবাস বাধ্যতামূলক নয়, তবে আবেদনকারীকে প্রমাণ করতে হতে পারে যে তিনি আগে কমপক্ষে ৩ বছর ইতালিতে বসবাস করেছেন— যেমন চাকরি, শিক্ষা বা স্থায়ী ঠিকানা দেখাতে হবে।

৪. দ্বৈত নাগরিকদের উপর নজরদারি

দ্বৈত নাগরিকদের ইতালির সঙ্গে সক্রিয় সম্পর্ক বজায় রাখতে হবে।যেমন কর প্রদান, নির্বাচনে অংশগ্রহণ ও নিয়মিত পাসপোর্ট নবায়ন করতে হবে। তা না হলে নাগরিকত্ব বাতিল হতে পারে।

৫. কনস্যুলেটের মাধ্যমে আর আবেদন নয়

বিদেশে ইতালির দূতাবাস বা কনস্যুলেটগুলো এখন থেকে নাগরিকত্বের আবেদন গ্রহণ করবে না। সব আবেদন এখন সরাসরি ইতালিতে করতে হবে, যা অনেক আবেদনকারীর জন্য কঠিন হয়ে পড়বে।

এই পরিবর্তনের প্রভাব কতটা বিস্তৃত?

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগের নিয়ম অনুযায়ী বিশ্বজুড়ে ৬০ থেকে ৮০ মিলিয়ন মানুষ ইতালির নাগরিকত্ব পাওয়ার যোগ্য ছিলেন, যা ইতালির বর্তমান জনসংখ্যার চেয়েও বেশি।

উল্লেখযোগ্য তথ্য

- ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত বিদেশে বসবাসরত ইতালিয়ান নাগরিকের সংখ্যা ৪০% বেড়েছে

- ২০১৪ সালে ৪.৬ মিলিয়ন থেকে ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৬.৪ মিলিয়ন

- বর্তমানে ৬০ হাজারের বেশি নাগরিকত্ব সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন

আগামী দিনের আবেদনকারীদের করণীয় কী?

আইনটি এখন পার্লামেন্টে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, যা ৬০ দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে। ততদিন পর্যন্ত আবেদনকারীদের নতুন নিয়ম মেনে আবেদন করতে হবে।

এই পরিবর্তনগুলো ইতালির নাগরিকত্বের ক্ষেত্রে “পাসপোর্ট সুবিধা” থেকে “সাংস্কৃতিক ও বাস্তবিক সংযোগ”কে গুরুত্ব দিচ্ছে। সুতরাং, যারাই ইতালির নাগরিকত্বের আবেদন করবেন – উপরের ৫টি শর্ত ভালোভাবে জেনে বুঝে কোন ক্যাটাগরিতে আবেদন করলে সুবিধা হবে, তা জেনে আবেদন করুন।

তথ্যসূত্র: অনলাইন

Logo