Logo
×

Follow Us

ইউরোপ

স্পেনে ভয়াবহ আবাসন সংকট: হাজারো মানুষ রাস্তায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:২৪

স্পেনে ভয়াবহ আবাসন সংকট: হাজারো মানুষ রাস্তায়

শনিবার স্পেনজুড়ে হাজার হাজার মানুষ বাড়িভাড়া ও আবাসনের উচ্চমূল্যের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। বার্সেলোনা, মাদ্রিদসহ বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সরকারি হিসাব অনুযায়ী, মাদ্রিদে প্রায় ১৫ হাজার জন অংশ নিলেও আয়োজকরা দাবি করেছেন অংশগ্রহণকারীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। বার্সেলোনা শহর কর্তৃপক্ষ বলেছে, ১২ হাজার মানুষ মিছিলে অংশ নেয়, যদিও আয়োজকরা জানিয়েছেন তা ১ লাখের বেশি।

২৬ বছর বয়সী আইনজীবী মারি সানচেজ বলেন, “আমি চারজনের সঙ্গে ভাগাভাগি করে থাকি, তবুও আয়ের ৩০-৪০ শতাংশ চলে যায় ভাড়ায়। সেভিংস তো দূরের কথা, গাড়ি কেনাও সম্ভব না।”

স্পেনে ঐতিহ্যগতভাবে মানুষ নিজস্ব বাড়িতে থাকার অভ্যাসে অভ্যস্ত, কিন্তু বর্তমানে বাড়ির দাম ও ভাড়া এতটাই বেড়েছে যে তরুণ প্রজন্ম বঞ্চিত হচ্ছে স্বাধীন আবাসনের সুযোগ থেকে।

হাউজিং সংকট ঘিরে সমালোচনার অন্যতম বড় দিক হচ্ছে—আবাসনকে জীবনধারণের অধিকার না মেনে একে লাভজনক ব্যবসা হিসেবে দেখার প্রবণতা। আন্তর্জাতিক হেজ ফান্ডগুলো বড় আকারে সম্পত্তি কিনে তা বিদেশি পর্যটকদের কাছে ভাড়া দিচ্ছে। এয়ারবিএনবির মতো প্ল্যাটফর্মে ভাড়ার প্রবণতা বৃদ্ধির ফলে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, “Airbnb-কে মহল্লা থেকে বের করে দাও” এবং “আমি কোথাও যাচ্ছি না, রক্তচোষা”। বার্সেলোনার সিটি কাউন্সিল ঘোষণা দিয়েছেন, ২০২৮ সালের মধ্যে শহরের সব শর্ট-টার্ম রেন্টাল পারমিট বাতিল করা হবে।

সরকারের পক্ষ থেকে কিছু এলাকায় ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে নিয়ন্ত্রণ আনা হলেও তা দেশব্যাপী কার্যকর হয়নি। হাউজিংমন্ত্রী ইসাবেল রদ্রিগেজ এক্সে (সাবেক টুইটার) বলেন, “আমি বিক্ষোভকারীদের দাবি সমর্থন করি, বাড়ি থাকার জন্য, ব্যবসার জন্য নয়।”

অন্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় স্পেনে পাবলিক হাউজিং অপ্রতুল। যেখানে ফ্রান্সে ১৪%, ব্রিটেনে ১৬% ও নেদারল্যান্ডসে ৩৪% বাড়ি সরকারি মালিকানায় ভাড়া হিসেবে দেওয়া হয়, সেখানে স্পেনে মাত্র ২%।

বিশেষজ্ঞরা বলছেন, ২০০৮-১২ সালের অর্থনৈতিক সংকটের মতো এবারো এই সংকট দীর্ঘায়িত হতে পারে। এসাডে বিজনেস স্কুলের অধ্যাপক ইগনাসি মার্তি বলেন, “এই বিক্ষোভ থামবে না, যতদিন না সরকার বাস্তব পদক্ষেপ নেয়। সম্মানজনক আবাসন মানুষের অধিকার।”

স্পেনে আবাসন সংকট কেবল অর্থনৈতিক নয়, এটি এখন সামাজিক ন্যায়ের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যখন একটি প্রজন্ম ভবিষ্যতের স্বপ্ন থেকে বঞ্চিত হয়, তখন তা কেবল ব্যক্তিগত সংকট নয়, বরং জাতীয় ব্যর্থতা।

তথ্যসূত্র: আরব নিউজ

Logo