Logo
×

Follow Us

ইউরোপ

জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন স্থগিত করেছে জার্মানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:৪৮

জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন স্থগিত করেছে জার্মানি

জার্মানি সম্প্রতি জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত করেছে, যা সাময়িকভাবে নতুন শরণার্থী গ্রহণ বন্ধ করবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। জার্মান সরকারের এই সিদ্ধান্তটি বর্তমানে চলমান জোট সরকারের আলোচনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

জার্মানির নতুন কোয়ালিশন সরকারের আসন্ন গঠনের মধ্যে শরণার্থী গ্রহণের নীতিতে পরিবর্তন আসতে যাচ্ছে। রক্ষণশীল সিডিইউ/সিএসইউ এবং মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাট দল (এসপিডি) এর মধ্যে শরণার্থী গ্রহণের বিষয়ে চুক্তি হয়নি এবং নতুন সরকারের আসতে থাকলে এই কর্মসূচি পুনরায় চালু হতে পারে, এমনটি জানিয়েছেন ইউএনএইচসিআরের মুখপাত্র ক্রিস মেলৎসার।

জাতিসংঘের এই কর্মসূচির মাধ্যমে সাধারণত যুদ্ধ, নির্যাতন বা গুরুতর অসুস্থতার কারণে শরণার্থী হিসেবে দেশটি প্রবেশ করতে পারে। তবে এখন নতুন কোনো আবেদন গ্রহণ করা হচ্ছে না, আর মার্চের মাঝামাঝি থেকে জমা দেওয়া আবেদনগুলোও এখন যাচাই-বাছাই করা হচ্ছে।

২০১২ সাল থেকে জার্মানি জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন কর্মসূচির অংশ হয়ে প্রতি বছর গড়ে ৫ হাজার শরণার্থীকে বসবাসের অনুমতি দেয়। গত বছর জার্মানিতে সিরীয় নাগরিকদের পাশাপাশি ইরাক, ইয়েমেন, সুদান, সোমালিয়া ও ইরিত্রিয়া থেকে আসা শরণার্থীরা এ কর্মসূচির আওতায় বসবাসের সুযোগ পেয়েছেন। এছাড়া চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন থেকে জার্মানি ৬,৫৬০ শরণার্থী গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

জার্মানির অভিবাসন নীতির পরিবর্তনের পেছনে ফ্রিডরিশ ম্যার্ৎসের মতো রক্ষণশীল নেতাদের প্রভাব রয়েছে, যিনি অভিবাসন এবং অপরাধের সম্পর্ক নিয়ে একটি ভীতি তৈরি করতে চেয়েছিলেন। তবে গবেষণায় দেখা গেছে, অভিবাসনের সাথে অপরাধের কোনো সম্পর্ক নেই। এদিকে নতুন কোয়ালিশন সরকারের শরিকরা এই শরণার্থী কর্মসূচি পুনরায় চালু করার আশা ব্যক্ত করেছে, তবে আফগানিস্তান থেকে শরণার্থী পুনর্বাসন বন্ধ করার ইঙ্গিতও দিয়েছে।

এভাবে জার্মানির অভিবাসন নীতি আসন্ন কোয়ালিশন সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে।

তথ্যসূত্র: ইনফো মাইগ্র্যান্টস

Logo