Logo
×

Follow Us

ইউরোপ

তথ‍্য প্রযুক্তিবিদদের চাহিদা বেশি রোমানিয়ায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:০৬

তথ‍্য প্রযুক্তিবিদদের চাহিদা বেশি রোমানিয়ায়

তথ‍্য প্রযুক্তির কাজে দক্ষ এমন মানুষের চাহিদা বেশি রোমানিয়ায়।

সবদেশেই অভিজ্ঞ লোকের চাহিদা থাকে বেশি। নানান চাহিদা অনুযায়ী ইউরোপসহ নানান দেশ ভিন দেশ থেকে শ্রমিক বা কর্মকর্তা পেতে যায়। কোন দেশে কী ধরনের অভিজ্ঞ লোকের চাহিদা আছে সেটা জানা দরকার। তাহলে প্রবাস যাত্রার পরিকল্পনা সহজ হয়। 

যেমন রোমানিয়াতে সাধারণত শারীরিক কাজের থেকে আইটি কাজে বেশী লোক নিয়োগ দেওয়া হয়। তথ‍্য প্রযুক্তির কাজে দক্ষ এমন মানুষের চাহিদা বেশি। নিচে কিছু কাজের উদাহরণ দেওয়া হলো যেখানে বর্তমানে অনেক শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। যেমনঃ

১. হোটেল কর্মকর্তা

২. কনস্ট্রাকশন ওয়ার্কার

৩. কৃষি শ্রমিক

৪. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

৫. সিভিল ইঞ্জিনিয়ারিং

৬. গার্মেন্টস অপারেটর

৭. কম্পিউটার অপারেটর

আপনি চাইলে সরকারিভাবে রোমানিয়ায় যেতে পারবেন। তবে, এক্ষেত্রে আপনাকে এসব কাজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে কোম্পানিগুলো বিভিন্ন ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এরপর বিজ্ঞাপন অনুযায়ী আপনার কাজের দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 

বাংলাদেশী নাগরিকদের ক্ষেত্রে ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়ান এম্ব্যাসিতে আবেদনপত্র জমা দিতে হবে। তবে, কখনো কখনো রোমনিয়ান ভিসা টিম বাংলাদেশেও আসে। সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। এরপর ইন্টারভিউ এর মাধ্যমে আপনাকে অনুমোদন দেওয়া হবে। ইন্টারভিউ সাধারণত এম্ব্যাসিতে সরাসরি নেওয়া হয় এবং ইংরেজি অথবা রোমনিয়ান যেকোন ভাষাতে ইন্টারভিউ দিতে পারবেন।

উপরোক্ত পেশায় দক্ষতা থাকলে এবং একনিষ্ঠভাবে কাজ করার সদিচ্ছা থাকলে – রোমানিয়া নি:সন্দেহে একটি ভালো বিকল্প হতে পারে। তবে, রোমানিয়ান সরকার চায় – যারাই রোমানিয়া যাবেন, তারা যেন দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে যান। কারণ অল্প সময়ে রোমানিয়া ছেড়ে চলে যাওয়া সামগ্রিক ভিসা নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করে সরকারকে।

https://www.mae. ro/en/node/2140


তথ্যসূত্র: বাংলা সাইবার

Logo