Logo
×

Follow Us

ইউরোপ

যুক্তরাজ‍্যে ঢুকেছে রেকর্ড সংখ‍্যক অবৈধ অভিবাসী, দুশ্চিন্তায় সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২১:২৮

যুক্তরাজ‍্যে ঢুকেছে রেকর্ড সংখ‍্যক অবৈধ অভিবাসী, দুশ্চিন্তায় সরকার

২০২৫ সালের প্রথম চার মাসে যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক অভিবাসীর আগমন ‘স্ম্যাশ দ্য গ্যাংস’ প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। 

শনিবার এক দিনেই ৬৫৬ জন অভিবাসীকে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় আটক করা হয়েছে, যা ২০২৫ সালে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংখ্যক আগমন।

এই বছর এখন পর্যন্ত মোট ৮,০৬৪ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন, যা ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ের ৭,৫৬৭ জন অভিবাসীর আগমনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

২০২৩ সালের প্রথম চার মাসে এই সংখ্যা ছিল ৫,৯৪৬ জন, আর ২০২২ সালে একই সময়ে ছিল ৬,৬৯১ জন।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের এই পর্যায়ে আগমন সংখ্যা গত বছরের তুলনায় ৪৬% এবং ২০২৩ সালের তুলনায় ৬৫% বেশি।

শনিবার ১১টি বোটে ৬৫৬ জন মানুষ যাত্রা করেন, যা এ বছরের এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সংখ্যক। বর্ডার ফোর্স বাহিনী ফ্রান্স উপকূল থেকে ছেড়ে আসা ১১টি রাবার ডিঙ্গিকে বাধা দেয়, প্রতিটি বোটে গড়ে ৬০ জন করে ছিল। আরো ৫০ জনকে ফ্রেঞ্চ কর্তৃপক্ষ উদ্ধার করে যখন তারা দেশটির উপকূলের কাছে সমস্যায় পড়ে।

একটি বোট থেকে ২৮ জনকে ফ্রান্সের কালে শহরে ফিরিয়ে আনা হয়। আরেকটি বোটে ১৯ জনকে উদ্ধার করা হয়, বাকিরা যাত্রা চালিয়ে যায়। আরো একটি বোট থেকে তিনজনকে বোলোন-সুর-মেরে নামিয়ে আনা হয়। বাকি যাত্রীরা সাহায্য নিতে অস্বীকৃতি জানায় এবং যাত্রা চালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, মানব পাচারকারীরা খারাপ আবহাওয়ার বিরতির সুযোগ নিয়ে এই যাত্রাগুলো আয়োজন করেছে।

যদিও শনিবারের সংখ্যা বেশি, তবে এটি এখনো সবচেয়ে বেশি সংখ্যক এক দিনে আগমনের রেকর্ডকে ছুঁতে পারেনি, যা ছিল ২০২২ সালের ৩ সেপ্টেম্বর, সে দিন ১,৩০৫ জন চ্যানেল পাড়ি দিয়েছিল।

এই নতুন পরিসংখ্যান এলো এমন একসময়ে, যখন ফ্রেঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা অভিবাসীদের থামানোর বদলে তাদের লাইফজ্যাকেট দিচ্ছে। ধারণা করা হচ্ছে, বিপুল সংখ্যক মানুষ প্রাণ ঝুঁকি নিয়ে এই ২১ মাইলের সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করায় ফ্রেঞ্চ কর্তৃপক্ষ অতিরিক্ত চাপে রয়েছে।

ডোভার এলাকার জেলে ম্যাট ককার, যিনি ককার সিফিশিংয়ের মালিক, টাইমস রেডিওকে বলেন, “তারা এখন অভিবাসীদের লাইফজ্যাকেট দিচ্ছে, কারণ অনেকে বোটে লাইফজ্যাকেট ছাড়া উঠছে। আমার মনে হয়, তারা আরেকটি ট্র্যাজেডি ঠেকাতে চেষ্টা করছে।”

যুক্তরাজ‍্যের হোম অফিসের একজন মুখপাত্র বলেন, “আমরা সবাই চাই এই বিপজ্জনক ছোট বোট যাত্রাগুলো বন্ধ হোক। কারণ এটি জীবন হুমকির মুখে ফেলে এবং আমাদের সীমান্ত নিরাপত্তাকে দুর্বল করে।

“মানব পাচারকারী গ্যাংগুলো এসব দুর্বল মানুষের জীবন-মৃত্যুর তোয়াক্কা না করে কেবল অর্থ কামানোর জন্য ব্যবহার করছে, আর আমরা তাদের এই ব্যবসা ধ্বংস করতে ও ন্যায়বিচারের মুখোমুখি করতে কোনো চেষ্টারই কমতি রাখব না।

সূত্র: দ্য ডেইলি মেইল

Logo