Logo
×

Follow Us

বিশ্ব

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এখনো নেই মোদির নাম!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৩:৩৪

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এখনো নেই মোদির নাম!

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ ২০ জানুয়ারী। সেই হিসেবে দিন বাকি নেই তেমন একটা। 

শপথ অনুষ্ঠানের আয়োজন ঠিক করতে, দিন রাত কাজ চলছে ওয়াশিংটন ডিসিতে। সারা বিশ্বের মানুষের আগ্রহ বাড়ছে এটা জানতে যে, কারা নিমন্ত্রিত হচ্ছেন ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানে। আমন্ত্রণ পাওয়া বিশ্ব নেতৃবৃন্দের নামের তালিকা জানতে উন্মুখ বিশ্ব গণমাধ‍্যমও। 

মার্কিন গণমাধ‍্যমগুলো জানাচ্ছে, ওয়াশিংটন ডিসির ক‍্যাপিটল হিলে বহুল প্রতিক্ষিত নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ ২০ জানুয়ারি রাত ১২ টা বা সাড়ে দশটায় হবার সম্ভাবনা।

এখন পর্যন্ত ৮ বিশ্বনেতার এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবার কথা জানা গেছে। 

মার্কিন গণমাধ‍্যমের খবর অনুযায়ী এখন পর্যন্ত ট্রাম্পের শপথে দাওয়াত পেয়েছেন, যারা তাদের মধ‍্যে আছেন, চীনের প্রেসিডেন্ট শি চিন পিন, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ার মিলেই, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো,  হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।  

মুখে যতই শক্রতা থাকুক না কেন, ট্রাম্পের শপথ অনষ্ঠানে প্রথম যেকজন বিশ্বনেতা দাওয়াত পেয়েছিলেন, তাদের একজন চীনের প্রেসিডেন্ট শি চিন পিন। তবে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট। তার বদলে শি কাকে পাঠাবেন ওয়াশিংটনে তা নিয়ে জল্পনা চলছে।তবে, জোর আলোচনা আছে, চীনের ভাইস প্রেসিডেন্ট, হ‍্যান ঝেং ও চীনের পররাষ্ট্রমন্ত্রী অং ই’র নাম । যদিও ট্রাম্প এ‍্যাডমিনিষ্ট্রশনের আগ্রহ কাই চিকে ঘিরে। চীনে যাকে শি চিন পিনের ডান হাত বলেই বিবেচনা করা হয়।

এরমধ‍্য দিয়ে একটি বিষয় পরিষ্কার চীনের বিরুদ্ধে ট্রাম্প যতই হুমকি ধামকি দিন না কেন, পেছনে যে চীনের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা দরজা খোলা থাকছে, নিমন্ত্রণ সংক্রান্ত ঘটনাবলি তার প্রমাণ দেয়।    

ট্রাম্পের দপ্তর এরিমধ‍্যে জানিয়ে দিয়েছে, তাদের ইনভাইটেশন ফুরিয়ে আসছে। তাহলে এখন প্রশ্ন উঠেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যার সাথে ট্রাম্পের অত‍্যন্ত ঘনিষ্ট সম্পর্ক বলে আলোচনা আছে, তিনি কী দাওয়াত পাবেন না এই অনুষ্ঠানে?

এই প্রশ্নের এখনো সুনিশ্চিত কোন উত্তর নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে, দেশটির গণমাধ‍্যম বলছে, এখন পর্যন্ত এই নিয়ে কোন সুনিশ্চিত তথ‍্য তাদের কাছেও নেই। ট্রাম্পের শপথে মোদির দাওয়াত মিললেই ,জানানো হবে গণমাধ‍্যমকে। 


মাইগ্রেশন কনসার্ন ডেস্ক রিপোর্ট।

Logo