গ্রিসে নৌকাডুবির ঘটনায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ আরও ৪০

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪০

গ্রিসের গাভডোস দ্বীপের কাছে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে, পাঁচজনের মৃত্যু হয়েছে।
গ্রিসের গাভডোস দ্বীপের কাছে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে, পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ৩৯ জনকে যাদের বেশির ভাগই, পাকিস্তানি বলে জানাচ্ছে রয়টার্স। এখনও নিখোঁজ রয়েছে আরও ৪০ জন।১৪ ডিসেম্বর রাতে নৌকাটি ডুবে যায় বলে জানায় গ্রিসের কোস্টগার্ড।
দেশটির কোস্টগার্ডের তথ্যমতে, গাভডোসের দক্ষিণে জাহাজ ও বিমানের সাহায্যে একটি বড় উদ্ধার অভিযান চালিয়ে, তাদের উদ্ধার করা হয়।
২০১৫-১৬ সাল থেকে, গ্রীস ইউরোপে প্রবেশের জনপ্রিয় রুট হয়ে উঠেছে, এই রুট দিয়ে, ঐ বছরগুলোতে ১০ লাখ শরনার্থী,ইউরোপে ঢুকেছে, যাদের বেশির ভাগই, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। গ্রীস কোস্টগার্ডের ধারনা, অভিবাসীদের নিয়ে ডিঙ্গি নৌকাগুলো লিবিয়া থেকে একযোগে যাত্রা করেছিলো গ্রীস উপকূলের দিকে।
এদিকে, একই দিনে, আরেকটি ঘটনায় একটি মাল্টা-পতাকাবাহী পণ্যবাহী জাহাজ থেকে, ৪৭ অভিবাসীকে উদ্ধার করেছে।গাভডোস থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় দ্বীপ থেকে প্রায় ২৮ নটিক্যাল মাইল দূরে থাকা, একটি ট্যাংকারের সাহায্যে আরও ৮৮ জনকে উদ্ধার করা হয়।
মধ্য ভূমধ্যসাগরে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন ক্রিট ও গাভডোস দ্বীপের কাছে এ ধরনের জাহাজডুবির ঘটনা গত বছরে বেড়েছে।
অভিবাসন মন্ত্রণালয়ের মতে, গ্রীসে চলতি বছর যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা অভিবাসীদের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রোডস ও দক্ষিণ-পূর্ব এজিয়ানে এ সংখ্যা বেড়েছে ৩০ শতাংশ।