Logo
×

Follow Us

বিশ্ব

চেয়েও ভিসা পাচ্ছেন না ভারতীয়রা

উন্নত বিশ্বে বাড়ছে ভিসা আবেদন প্রত‍্যাখানের হার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০০:১৮

চেয়েও ভিসা পাচ্ছেন না ভারতীয়রা

উন্নত বিশ্বে বিশেষ করে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ‍্য, অষ্ট্রেলিয়া, নিউজিল‍্যান্ড ও ইউরোপের শেনজেন ভিসাভুক্ত দেশগুলোতে ভারতীয় জনগোষ্ঠীর প্রভাব লক্ষ‍্যণীয়। এসব দেশে সরকারি ও বেসরকারে প্রতিষ্ঠানে নানান পদে ভারতীয়দের অবস্থান  সুসংহত। কিন্তু উন্নত বিশ্বের দেশগুলো কী, ভারতীয়দের ব‍্যাপারে তাদের মনোভাব বদলাতে শুরু করেছে? তা না হলে উন্নত বিশ্বের দেশগুলো কেন, সাম্প্রতিক বছরে, বিপুল পরিমাণ ভারতীয়দের ভিসা প্রত‍্যাখ‍্যান করছে? 

ভারতের গণমাধ‍্যম জানাচ্ছে উন্নত বিশ্বে, ভারতীয়দের ভিসা আবেদন প্রত‍্যাখ‍্যানের হার উল্লেখযোগ‍্য হারে বাড়ছে। ভিসা আবেদন করে, তা প‍্রত‍্যাখ‍্যাত হবার ঘটনায় বিপুল পরিমাণ অর্থের অপচয় হচ্ছে ভারতীয়দের। দেশটিতে চালানো এক জরিপে উঠে এসেছে, ভারতীয়দের উন্নত বিশ্বের দেশগুলোতে ভিসা আবেদন প্রত‍্যাখাত হবার চিত্র। এনিয়ে, ভারতীয় গণমাধ‍্যম ফিনান্সিয়াল টাইমস, এক রিপোর্ট প্রকাশ করেছে। 

ভারতীয়দের কাছে সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন যে দুবাই, সেই আরব আমিরাতও অনেক ভারতীয় টুরিস্টদের ভিসা আবেদন প্রত‍্যাখান করছে। গেল এক বছরে সবচেয়ে বেশি ভারতীয় ভিসা আবেদন প্রত‍্যাখান করছে নিউজিল‍্যান্ড। আর সবচেয়ে কম শেনজেনভুক্ত দেশগুলো। নিউজিল‍্যান্ডে প্রতি একশ ভারতীয়র ভিসা আবেদনের বিপরীতে প্রত‍্যাখাত হচ্ছে ৩২.৪৫ জন, দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়ার ভিসা। দেশটি ভারতীয়দের ভিসার আবেদন খারিজ করছে ৩০% হারে। অন‍্যদিকে, যুক্তরাজ‍্য ১৭%, যুক্তরাষ্ট্র ১৬.৩২% ও শেনজেন ভুক্তদেশগুলোর বেলায় তার হার ১৫.৭%। 

ফিনান্সিয়াল টাইমস্ এর রিপোর্টে বলা হয়েছে, গেল ১২ মাসে বিপুল পরিমাণ ভিসা আবেদন রিজেক্ট হবার কারণে, দেশটির ক্ষতি হয়েছে, ৬৬২ কোটি রূপি। 

হেনলি পাসপোর্ট ইনডেক্সের মতে, কোন দেশের পাসপোর্ট কতখানি শক্তিশালী তা নির্ভর করে, দেশটির মানুষ কতগুলো দেশে বিনা ভিসার ট্রাভেল করতে পারেন এবং একই সাথে ভিসা আবেদন প্রত‍্যাখানের হার কত কম, তার ওপর। ফলে আর্থিক ক্ষতির বাইরে ভিসা আবেদন বাতিলের হার, বাড়তে থাকার চিন্তিত ভারত সরকার। কারণ ভিসা আবেদন খারিজের তথ‍্য দেশটির সুনামের সাথে সম্পর্কিত। 

ভারতীয় গণমাধ‍্যম মিন্ট ও ফিনান্সিয়াল টাইম আরো জানাচ্ছে, কোভিড মহামারির পরবর্তী সময়ে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শেনজেন ভুক্ত দেশগুলোতেও ভারতীয় ভিজিটর ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ২০২৫ সালে হেনলি পাসপোর্ট ইনডেক্সে ভারতের বৈশ্বিক অবস্থান ৮০তম থেকে ৮৫তম স্থানে নেমে আসা, এই পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।


ডেস্ক রিপোর্ট

মাইগ্রেশন কনসার্ন 

Logo