পাসপোর্ট দুর্বল হয় কী কারণে?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:০৩

বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট সাধারণত সেই দেশগুলোর হয়ে থাকে, যেগুলো রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, অর্থনৈতিক সংকট বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন। এই দেশগুলোর নাগরিকরা খুব কম সংখ্যক দেশে ভিসা-মুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান।
Henley Passport Index ২০২৩ অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্ট: (ভিসা-মুক্ত ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধাপ্রাপ্ত দেশের সংখ্যা অনুযায়ী)
আফগানিস্তান – ২৭টি দেশ
ইরাক – ২৯টি দেশ
সিরিয়া – ৩০টি দেশ
পাকিস্তান – ৩২টি দেশ
ইয়েমেন – ৩৪টি দেশ
সোমালিয়া – ৩৫টি দেশ
ফিলিস্তিন – ৩৮টি দেশ
নেপাল – ৩৯টি দেশ
লিবিয়া – ৪০টি দেশ
বাংলাদেশ – ৪০টি দেশ
কেন এসব দেশের পাসপোর্টগুলো দুর্বল?
রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ: আফগানিস্তান, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের মতো দেশগুলোতে যুদ্ধ ও অভ্যন্তরীণ সংঘাত চলছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক নষ্ট করেছে।
সন্ত্রাসবাদ ও নিরাপত্তা শঙ্কা: কিছু দেশের (যেমন পাকিস্তান, সোমালিয়া) বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট উদ্বেগ থাকায় অনেক দেশ তাদের নাগরিকদের জন্য কঠোর ভিসা নীতি গ্রহণ করেছে।
অর্থনৈতিক দুর্বলতা: দরিদ্র ও অনুন্নত অর্থনীতির কারণে কিছু দেশ তাদের নাগরিকদের আন্তর্জাতিক পর্যায়ে পর্যাপ্ত গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা: লিবিয়া, ফিলিস্তিন ও ইরানসহ বেশ কিছু দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, যা তাদের নাগরিকদের ভ্রমণের সুযোগ কমিয়ে দেয়।
মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট