
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, লিবিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীসহ ৮২ জন জীবিতকে উদ্ধার করেছে।
১২১ অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি নৌকা ১৮ ডিসেম্বর ভূমধ্যসাগরে ক্ষতিগ্রস্ত হয়। লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে ৮২ জন জীবিতকে উদ্ধার করেছে। কমপক্ষে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধারদের মধ্যে মৃত ৮ জনসহ ৩২ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী আছেন। বাকিরা এখনও নিখোঁজ।
জীবিতদের বর্তমানে ত্রিপলি থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে জাওয়াইয়া শহরে রাখা হয়েছে। মৃতদের পাবলিক প্রসিকিউশনের তত্ত্বাবধানে জাওয়াইয়া হাসপাতালে রাখা হয়েছে। নিখোঁজদের মধ্যে আরও বাংলাদেশি নাগরিক থাকতে পারেন বলেও শঙ্কা করা হচ্ছে। নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।
তথ্যসূত্র: দৈনিক সমকাল