Logo
×

Follow Us

এশিয়া

ভারত মহাসাগরীয় অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প; সুনামির শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:৩৩

ভারত মহাসাগরীয় অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প; সুনামির শঙ্কা

জোরালো ভূমিকম্প নিউজিল্যান্ডে। ২৫ মার্চ কেঁপে ওঠে এই দেশের দক্ষিণ প্রান্তের দ্বীপাঞ্চল। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭।

সূত্রের খবর, নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার ২৫ মার্চ দুপুর পৌনে ৩টা নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল দেশের দক্ষিণ প্রান্তে, মাটির ১০ কিলোমিটার গভীরে। উৎসস্থল থেকে প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর। তবে সুনামির কোনো সতর্কতা এখনো জারি করা হয়নি বলে জানিয়েছে হনলুলুর প্রশান্ত মহাসাগরের সুনামি ওয়ার্নিং সেন্টার। এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও নিউজ়িল্যান্ডের ইমারজেন্সি ম্যানেজমেন্ট বিভাগের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাউথল্যান্ড এবং ফিউরল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে এর আগে বড়সড় ভূমিকম্প হয়ে গেছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, সপ্তাহখানেক আগে হয়ে যাওয়া রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৬। তবে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS)-এর দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৫.৯।

অত্র অঞ্চলে ঘটে যাওয়া একের পর এক ভূমিকম্পে সুনামির আশঙ্কা করছেন পরিবেশবিদরা। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, ওশেনিয়ার দেশগুলো এই সম্ভাব্য সুনামির আওতায় আছে। এখানে বসবাস করে অন্তত কয়েকশ কোটি মানুষ।   

তথ্যসূত্র: এই সময় অনলাইন

Logo