Logo
×

Follow Us

বিশ্ব

ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশী কর্মী নিষিদ্ধ পর্তুগালে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪

ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশী কর্মী নিষিদ্ধ পর্তুগালে

পর্তুগালের অর্থনীতি অনেকটাই অভিবাসী কর্মীদের ওপর নির্ভরশীল।

কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি কর্মীদের পর্তুগালে আসা নিষিদ্ধ করেছে দেশটির নতুন সরকার৷ 

ফলে, কোনো অভিবাসী কর্মী কাজের ভিসা ছাড়া পর্তুগালে এলে তার আর নিয়মিত হওয়ার সুযোগও থাকছে না৷ 

এমন সিদ্ধান্তের কারণে ইউরোপীয় দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকেরা৷

এ সিদ্ধান্তের ফলে, অনিয়মিত পথে আসা অভিবাসী কর্মীরা কাজের ভিসার জন্য আবেদনরত অবস্থায় দেশটিতে আর থাকতে পারবেন না৷ 

দেশটির অভিবাসন বিষয়ক নীতির প্রধান এবং উপমন্ত্রী রুই আর্মিন্দো ফ্রাইটাস বলছেন, এই পরিবর্তন ইউরোপীয় বিধি-বিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ৷ যদিও দেশটির সরকার মনে করছে, এই বিধি অবৈধ অভিবাসন ঠেকাতে কাজ করবে।

এনজিও প্রতিনিধিরা বলছেন, ভিন্ন কথা৷ তারা বলছেন, অভিবাসীদের বিরুদ্ধে সমাবেশ করা ডানপন্থি শক্তির চাপেই সরকার দেশটির অভিবাসন নীতিকে কঠোর করেছে৷ 

পর্তুগালের অর্থনীতি অনেকটাই অভিবাসী কর্মীদের ওপর নির্ভরশীল৷ তাদের বেশিরভাগ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসেন এবং কৃষিতে নিযুক্ত হন৷ 

এসব কর্মীদের কম মজুরিতে ব্রোকলি, জলপাই সংগ্রহ করা এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির জন্য বেরি বাছাইয়ের কাজ দেয়া হয়৷ হোটেল, রেস্টুরেন্ট কিংবা পর্যটন শিল্পে কাজ করেন ব্রাজিলিয়ানরা৷ আর নির্মাণ খাতে কাজ করেন মূলত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকেরা৷

জুন থেকে যেসব অভিবাসী শ্রমিকেরা পর্তুগালে কাজ করতে ইচ্ছুক তাদেরকে দেশটিতে বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিটের জন্য বিদেশে অবস্থিত পর্তুগিজ দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করতে হবে৷

এই শর্ত অভিবাসী কর্মীদের মধ্যে হতাশা তৈরি করেছে৷ কারণ যেসব দেশ থেকে অভিবাসী কর্মীরা পর্তুগালে আসেন, তেমন অনেক দেশেই পর্তুগালের দূতাবাস বা কনস্যুলেট নেই৷ উদাহারণ হিসাবে বলা যায়, নেপাল বা বাংলাদেশের কথা৷ এসব দেশ থেকে কৃষি এবং ফসল কাটার কাজে আগ্রহী শ্রমিকদের পর্তুগালের ভিসার জন্য আবেদন করতে হলে ভারতের রাজধানী নয়াদিল্লির পর্তুগিজ দূতাবাসে আসতে হয়৷

বিশ্লেষকদের ধারনা, সরকারের নতুন এই সিদ্ধান্ত পর্তুগালের অর্থনীতির জন‍্য হিতে বিপরীত হতে পারে।  

নির্ভরযোগ‍্য নানান তথ‍্য বিশ্লেষণে দেখা গেছে, পর্তুগালে বাংলাদেশী অভিবাসীর সংখ‍্যা ৩০ হাজারেরো বেশি। যার ২০ হাজার স্থায়ী ও ১০ হাজার স্থায়ী হবার পথে রয়েছেন। 


তথ‍্যসূত্র: ইনফোমাইগ্রেন্টস্ বাংলা

Logo